২৬ অক্টোবর ২০২৪, ১৩:৩১

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বিজ, নেবে ৯০০  

বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ৯০০ কর্মী নিয়োগ দেবে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। সংস্থাটি ২ ক্যাটাগরির পদে ৯০০ কর্মী নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। নিয়মিত বেতনের ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ);

১. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-১);

পদসংখ্যা: ৫০০টি;

বেতন: শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা (তিন মাস)। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে বেতন ৩৬ থেকে ৪২ হাজার টাকা;

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ জুন ২০২৪ তারিখে);

আরও পড়ুন: বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ

২. পদের নাম: মাঠ কর্মকর্তা (গ্রেড-২);

পদসংখ্যা: ৪০০টি

বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা (তিন মাস)। চাকরি স্থায়ীকরণের পর স্থানভেদে ৩৪ থেকে ৪০ হাজার টাকা;

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম এইচএসসি পাস হতে হবে;

*ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

বয়স: ২০ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে (৩০ জুন ২০২৪ তারিখে);

অন্যান্য সুযোগ-সুবিধা

*উভয় পদে যোগদানের পর প্রথম মাসে প্রশিক্ষণে ভাতা হিসেবে ৮,৯৫০ থেকে ৯,৪৫০ টাকা দেওয়া হবে

*এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে;

*৩ মাস শিক্ষানবিশকাল শেষে বিজ-এ স্থায়ী করা হবে;

*স্থানভেদে বেতন-ভাতা দেওয়া হবে;

*উৎসব ভাতা দেওয়া হবে বছরে ২টি;

*বৈশাখী ভাতা দেওয়া হবে;

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*পারফরম্যান্স ইনসেনটিভ;

*দূরত্ব ভাতা;

*মোটরসাইকেল ভাতা;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*মোবাইল বিল;

*বিজ স্টাফ সুরক্ষা ভাতা;

*বিজ লোন ফান্ড সুবিধা;

*স্টাফ কল্যাণ ভাতা;

*গ্রুপ বিমা সুবিধা;

*বিনা খরচে একক আবাসনব্যবস্থা;

*সকালের নাশতার ব্যবস্থা;

*কর্ম মূল্যায়ন সাপেক্ষে বার্ষিক বেতন বৃদ্ধি মূল বেতনের ৫ শতাংশ হারে;

আরও পড়ুন: ডিএমপিতে চাকরি, আবেদনের সুযোগ এইচএসি উত্তীর্ণদেরও

শর্তাবলি

*মাঠ কর্মকর্তা গ্রেড-১ পদে যোগদানকালে জামানত হিসেবে ২৫ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড-২ পদে যোগদানকালে জামানত হিসেবে ২৪ হাজার টাকা জমা দিতে হবে;

*চাকরিতে যোগদানের ৬ মাস পর চাকরি থেকে অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ বিনা লাভে চাকরি শেষে ফেরতযোগ্য;

দরকারি কাগজপত্র

*রঙিন ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি;

*কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তার সনদ;

*জাতীয় পরিচয়পত্র;

*জন্মনিবন্ধন সনদ;

*অভিজ্ঞতা সনদ (প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হবে);

*নমিনির নাম, বয়স, সম্পর্ক, এনআইডি/জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনে নিজ নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী  ঠিকানা এবং পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে।

আবেদনের পূর্বে করণীয়

আবেদনকারীকে খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে কাজ করতে চান, তা উল্লেখ করতে হবে;

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: সিনিয়র ম্যানেজার (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৮/বি, রোড নম্বর-২৯, গুলশান-১, ঢাকা-১২১২।

পরীক্ষা কবে

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রত্যেকের যোগাযোগের ঠিকানায় পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—