২৬ অক্টোবর ২০২৪, ১০:১০

সরকারি কোল পাওয়ারে চাকরি, বাড়ি ভাড়া ও নববর্ষ ভাতাসহ পাবেন নানান সুবিধা

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) লোগো  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটি ২ পদে ১৩ কর্মী নিয়োগে ১৬ অক্টোবর প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরমে আগামী ৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিবিএল);

১. পদের নাম: নির্বাহী প্রকৌশলী;

পদসংখ্যা: ৪টি;

*পূরকৌশল-১টি;

*বিওপি সংরক্ষণ-১টি;

*ওয়ার্কশপ-১টি;

*ফুয়েল অ্যান্ড অ্যাশ ব্যবস্থাপনা (সংরক্ষণ ও পরিচালন)-১টি;

বেতন: ৯১,০০০ টাকা (গ্রেড-৫);

বয়স: সর্বোচ্চ ৪০ বছর;

আরও পড়ুন: উচ্চবেতনে ব্রিটিশ হাইকমিশনে চাকরি, কর্মস্থল ঢাকা

২. পদের নাম: উপ-বিভাগীয় প্রকৌশলী;

পদসংখ্যা: ৯টি;

*বিওপি-১টি;

*বয়লার-১টি;

*টারবাইন-১টি;

*এইচপি, ইএইচপি অ্যান্ড এফজিডি-১টি;

*যান্ত্রিক-১টি;

*শিফট-১টি;  

*ফুয়েল অ্যান্ড অ্যাশ ব্যবস্থাপনা (সংরক্ষণ ও পরিচালন)-১টি;

*তড়িৎ-১টি;

*আই অ্যান্ড সি-১টি;

বেতন: ৭০,০০০ টাকা (গ্রেড-৬);

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর;

আরও পড়ুন: বিসিআইসির অধীন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৬৯ 

সুযোগ-সুবিধা (উভয় পদের ক্ষেত্রে)

*বাড়ি ভাড়া;

*নববর্ষ ভাতা;

*বছরে উৎসব ভাতা ২টি;

*যৌথ ভবিষ্য তহবিল;

*গ্রুপ ইনস্যুরেন্স;

*অর্জিত ছুটি নগদায়ন;

*গ্র্যাচুইটি;

*চিকিৎসা ভাতা;

*অন্যান্য প্রান্তিক সুবিধা;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে;

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ নভেম্বর, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।