২৪ অক্টোবর ২০২৪, ১৬:২৭

শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের, আবেদন নির্ধারিত ফরমে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৯টি বিভাগে শিক্ষক নিয়োগ দেবে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ৯টি বিভাগে ১৬ জন শিক্ষক নিয়োগে বুধবার (২৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: প্রভাষক;

বিভাগ: পদার্থবিজ্ঞান;

পদসংখ্যা: ২টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: রসায়ন;

পদসংখ্যা: ২টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: পরিসংখ্যান;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ২টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৫. পদের নাম: প্রভাষক;

বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা;

পদসংখ্যা: ২টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৬. পদের নাম: প্রভাষক;

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং;

পদসংখ্যা: ৩টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৭. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি;

পদসংখ্যা: ৩টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৮. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ব্যবস্থাপনা শিক্ষা;

পদসংখ্যা: ১টি;

বেতনস্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা

*সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*পদার্থ/রসায়ন/পরিসংখ্যান/গণযোগাযোগ ও সাংবাদিকতা/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার উভয়টিতে প্রথম শ্রেণি বা বিভাগ অথবা ন্যূনতম জিপিএ-৪ থাকতে হবে;

*স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫ অথবা প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে;

*ইংরেজি বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রথম বিভাগ অথবা যেকোনো একটিতে জিপিএ ন্যূনতম ৪ এবং অন্যটিতে ৩.৫ থাকতে হবে; এছাড়া স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর উভয় পরীক্ষার যেকোনো একটিতে সিজিপিএ-৪-এর মধ্যে ৩.৫ এবং অন্যটিতে সিজিপিএ-৩.২৫ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে;

আবেদন ফরম: আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন;

আবেদন যেভাবে

দরকারি সব কাগজসহ আবেদনপত্র রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লা বরাবর পাঠাতে হবে। সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ৮০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বরাবর, জনতা ব্যাংক লিমিটেড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা, কোটবাড়ি, কুমিল্লা-এর অনুকূলে পাঠাতে হবে; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ নভেম্বর ২০২৪;

প্রসঙ্গত, ইতোপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।