২৪ অক্টোবর ২০২৪, ১৪:১৭

বিসিআইসির অধীন প্রতিষ্ঠানে চাকরি, পদ ৬৯ 

বিসিআইসির অধীনস্ত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি নিয়োগ দেবে ৬৯ কর্মী  © সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইনডাস্ট্রিজ করপোরেশনের অধীনস্ত ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরিতে ৬৯ কর্মী নিয়োগে ১৬ অক্টোবর প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রাথীরা আগামী ১৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি;

১. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক;

পদসংখ্যা: ৪টি;

বেতন: ১১,৩০০—২৭,৩০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ডিএমপিতে চাকরি, আবেদনের সুযোগ এইচএসি উত্তীর্ণদেরও

২. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ৬৫টি;

বেতন: ৮,২৫০—২০,০১০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;

*সেনা, পুলিশ বা আনসার বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে—

*পদের নাম;

*প্রার্থীর নাম;

*পিতা/মাতা/স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে;

*বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং নিজ জেলা উল্লেখ করতে হবে;

*১৪ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স কত তা উল্লেখ করতে হবে;

*জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) বিবরণ উল্লেখ করতে হবে;

*আবেদনের খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে; 

আবেদন ফি

আবেদন ফি বাবদ নিরাপত্তা পরিদর্শক পদের জন্য ৩০০ এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ব্যবস্থাপনা পরিচালক, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, পলাশ, নরসিংদী বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর;

দরকারি কাগজ, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—