২৭ নভেম্বর ২০১৮, ০০:০১

মন্ত্রী-এমপি থাকতে পারবেন না, তাই নিয়োগ সাক্ষাৎকার স্থগিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তা নিয়োগের সাক্ষাৎকার স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাক্ষাৎকার শুরুর প্রথমদিন সোমবার (২৬ নভেম্বর) বেশ কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হলেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ বন্ধ রাখার ঘোষনা দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। তিনি বলেন, নিয়োগ কমিটির দুজন সদস্য ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং বগুড়া-১ আসনের সাংসদ আব্দুল মান্নান জাতীয় সংসদ নির্বাচন কর্মসূচিতে ব্যস্ত থাকায় প্রার্থীদের সাক্ষাৎকার নিতে পারছেন না। এ জন্য মঙ্গলবার থেকে নির্ধারিত সময়সূচির সাক্ষাৎকার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২০ আগস্ট ১১টি কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব পদের বিপরীতে ৬৫০ জন প্রার্থী আবেদন করেন।