জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ৫৯৬৪ পদের পরীক্ষার সূচি প্রকাশ
জনতা ব্যাংক পিএলসি ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এমসিকিউ অংশে ১ ঘণ্টা ও লিখিত অংশে ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। রাজধানীর দুটি কেন্দ্রে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ১২টা পর্যন্ত।
মোট ১০০ নম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরবণ্টন, কেন্দ্রের নাম ও প্রার্থীদের রোল নম্বর ব্যাংকের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েটের (বিএসসিএস) পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জনতা ব্যাংকের ২০২১ সালভিত্তিক এই পরীক্ষার জন্য অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ৫ হাজার ৯৬৪ প্রার্থী প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য। তারা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সূত্র: বিজ্ঞপ্তি