রাজশাহী জেলা জজ আদালতে চাকরি, বয়স ১৮ হলেই আবেদন
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা জজ আদালত। প্রতিষ্ঠানটিতে ৪ ক্যাটাগরির পদে ১০ জনের নিয়োগে বুধবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ নভেম্বরের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০—২৪,৬৮০ টাকা;
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে;
অন্যান্য যোগ্যতা
*সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাঁটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে;
*সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ৭০ ও বাংলায় ৪৫ শব্দ লেখার গতি থাকতে হবে;
*কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি ৩০ ও বাংলায় ২৫ শব্দের টাইপিং গতি থাকতে হবে;
২. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা;
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
অন্যান্য যোগ্যতা
*সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে;
*কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে ৩০ ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের টাইপিং গতি থাকতে হবে;
৩. পদের নাম: জারিকারক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৮,৫০০—২০,৫৭০ টাকা;
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষা পাস হতে হবে;
৪. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৮,২৫০—২০,০১০ টাকা;
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
সব পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স: ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ১৮—৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জেলা জজ, রাজশাহী বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রে
*প্রার্থীর নাম *পিতা/স্বামীর নাম *মাতার নাম *স্থায়ী ঠিকানা *বর্তমান ঠিকানা *জন্ম তারিখ *১৯ সেপ্টেম্বর তারিখে বয়স *জাতীয়তা *জাতীয় পরিচয়পত্রের নম্বর *ধর্ম *নিজ জেলা *মোবাইল নম্বর *শিক্ষাগত যোগ্যতা *অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
প্রার্থীর নাম-ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট সম্বলিত ১ দশমিক ৫ ইঞ্চি বাই ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের একটি ফেরত খামসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১৫০ টাকা চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত, রাজশাহী, হিসাব নম্বর-৪৬১৯৩০২০০০৮৩৪, সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী বরাবর পে-অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়: চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা জজ, দ্বিতীয় আদালত, রাজশাহী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—