এনটিভি অনলাইন পোর্টালে ৭ পদে চাকরি 

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ‍্যানেল এনটিভিতে বিভিন্ন পদে চাকরি
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ‍্যানেল এনটিভিতে বিভিন্ন পদে চাকরি  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ‍্যানেল এনটিভি। প্রতিষ্ঠানটি অনলাইন পোর্টালে (www.ntvbd.com) বার্তা সম্পাদক, সহকারী বার্তা সম্পাদক, সিনিয়র করেসপনডেন্ট, সিনিয়র নিউজরুম এডিটর ও নিউজরুম এডিটরসহ ৫ পদে ৭ জনকে নিয়োগ দিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এনটিভি;

১. পদের নাম : বার্তা সম্পাদক;

পদসংখ্যা: ১টি;

দায়িত্ব
*প্রতিদিনের ঘটে যাওয়া জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সঠিক ও নির্ভুলভাবে প্রকাশের ব‍্যবস্থা করা;
*প্রতিবেদকদের দৈনন্দিন প্রতিবেদনের অ্যাসাইনমেন্ট দেওয়া;
*বিশেষ ইভেন্টের আগাম পরিকল্পনা ও বাস্তবায়ন করা;
*বিশেষ প্রতিবেদন সম্পাদনার পর তা প্রকাশের ব‍্যবস্থা করা;
*বার্তা বিভাগসহ নিউজরুমের কাজের সমন্বয় ও তদারকি করা;

আবেদনের যোগ‍্যতা 
*চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে;
*গুগল ও স‍্যোশাল মিডিয়া অ‍্যানালাইটিকস টুলসে কাজের ধারণা থাকতে হবে;
*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে ধারণা থাকতে হবে;
*বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে বিশেষভাবে দক্ষ হতে হবে;
*এমএস অফিসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে;
*ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারা;
*সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদনা করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে;

অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমেসংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর;

২. পদের নাম : সহকারী বার্তা সম্পাদক;

পদসংখ্যা: ১টি;

দায়িত্ব
*বার্তাকক্ষে শিফট-ইন-চার্জের দায়িত্ব পালন করা;
*সংবাদ যাচাই-বাছাই করে সম্পাদনার পর প্রকাশ করা;
*আন্তর্জাতিক খবরের নির্ভুল অনুবাদ করে তা প্রকাশ করা;
*দৈনন্দিন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরে নজর রাখা এবং প্রকাশের ব‍্যবস্থা করা;
*খবরের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি ও ভিডিও প্রকাশের ব‍্যবস্থা করা;

আবেদনের যোগ‍্যতা
*চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে;
*গুগল ও স‍্যোশাল মিডিয়া অ‍্যানালাইটিকস টুলসে কাজের ধারণা থাকতে হবে;
*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে ধারণা থাকতে হবে;
*বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে;
*এমএস অফিসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে দক্ষ হতে হবে;
*ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারা;
*সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদন করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে;

অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে;

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: সিনিয়র করেসপনডেন্ট

পদের সংখ্যা: ১টি;

দায়িত্ব 
*রাজনৈতিক বিষয়ে নিয়মিত ও বিশেষ প্রতিবেদন তৈরি করা
*প্রতিদিনের অ‍্যাসাইনমেন্ট কাভার করা
*বিশিষ্ট ব‍্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া
*লেখার পাশাপাশি মোবাইল জার্নালিজমের (মোজো) মানসিকতা

আবেদনের যোগ‍্যতা
*দেশের সাম্প্রতিক ও রাজনৈতিক ঘটনা প্রবাহে গভীরভাবে নজর রাখা;
*দ্রুততার সঙ্গে তথ‍্য যাচাই-বাছাইয়ের মাধ‍্যমে প্রতিবেদন তৈরি;
*এমএস অফিসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে;
*চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে;
*বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে;

অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞরা এ ক্ষেত্রে প্রাধান্য পাবেন;

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর;

৪. পদের নাম: সিনিয়র নিউজরুম এডিটর;

পদসংখ্যা: ২টি;

দায়িত্ব
*সংবাদ লেখা, তথ‍্য যাচাই-বাছাই করে সম্পাদনা ও প্রকাশ করা;
*আন্তর্জাতিক খবরের নির্ভুল অনুবাদ করে তা প্রকাশ করা;
*দৈনন্দিন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরে নজর রাখা ও প্রকাশের ব‍্যবস্থা করা;
*খবরের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি ও ভিডিও প্রকাশের ব‍্যবস্থা করা;

আবেদনের যোগ‍্যতা 
*চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে। 
*অনলাইনের বিভিন্ন ম‍্যাট্রিক্স বিশেষ করে গুগল ও স‍্যোশাল মিডিয়া অ‍্যানালাইটিকস টুলসে কাজের ধারণা থাকতে হবে
*সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে ধারণা থাকতে হবে
*বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে
*এমএস অফিসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে
*ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদনা করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে;

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর;

৫. পদের নাম : নিউজরুম এডিটর;

পদসংখ্যা: ২টি;

দায়িত্ব 
*সংবাদ লেখা, তথ‍্য যাচাই-বাছাই করে সম্পাদনা ও প্রকাশ করা
*আন্তর্জাতিক খবরের নির্ভুল অনুবাদ করে প্রকাশ করা
*দৈনন্দিন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খবরে নজর রাখা এবং প্রকাশের ব‍্যবস্থা করা
*খবরের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছবি ও ভিডিও প্রকাশের ব‍্যবস্থা করা

আবেদনের যোগ‍্যতা
*চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে। 
*বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে
*এমএস অফিসসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজিতে টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে
*ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সংবাদ যাচাই-বাছাই ও সম্পাদন করে তা প্রকাশ উপযোগী করার দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: জাতীয় গণমাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে সাংবাদিকতায় অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে;

বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর;

বেতন (সব পদের): আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা (সব পদের): প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

শিক্ষাগত যোগ্যতা (সব পদের): স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকরা এ ক্ষেত্রে প্রাধান্য পাবেন;

যেভাবে আবেদন করবেন (সব পদের): আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ