১২ অক্টোবর ২০২৪, ১১:০২

বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট  © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীতে জিডি(পি), লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি/এডমিন/ফিন্যান্স শাখায় ৯২ বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৪ থেকে—আবেদন চলবে আগামী ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী;

কোর্সের নাম: জিডি(পি), লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি/এডমিন/ফিন্যান্স শাখায় ৯২ বিএএফএ কোর্স।

১. পদের নামঃ জিডি(পি);

পদসংখ্যাঃ নির্ধারিত নয়;

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। অথবা,

GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ এবং GCE ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

২. পদের নামঃ লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি;

পদ সংখ্যাঃ নির্ধারিত নয়;

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। অথবা,

GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ এবং GCE ‘এ’ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

৩. পদের নামঃ এডমিন;

পদ সংখ্যাঃ নির্ধারিত নয়;

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় যেকোনো বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। অথবা,

GCE ‘ও’ লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ এবং GCE ‘এ’ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।


৪. পদের নামঃ ফিন্যান্স;

পদ সংখ্যাঃ নির্ধারিত নয়;

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকতে হবে। এবং উভয় পরীক্ষায় হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।

বয়স: ২৩ জুন ২০২৫ তারিখে সাড়ে ১৬ বছর থেকে সর্বোচ্চ ২২ বছর।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা হতে হবে;

শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা: ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি;

নারীর ক্ষেত্রে জিডি(পি): ন্যূনতম ৬৪ ইঞ্চি, অন্যান্য ন্যূনতম ৬২ ইঞ্চি;

ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী;

চোখের মাপ: দুই চোখের দৃষ্টিশক্তি: জিডি(পি)-৬/৬, এটিসি এবং এডিডব্লিউসি-৬/১২, এবং লজিস্টিক, এডমিন, ফিন্যান্স ও মিটিওরলজি-৬/৬০ পর্যন্ত।

চাকরির ধরন: স্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন বরতে পারবেন;

বেতন: প্রশিক্ষণকালীন ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন);

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনীর এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদন ফি হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে;

গুরুত্বপূর্ণ তারিখ

*যোগদানের সম্ভাব্য তারিখ: ২৩ জুন ২০২৫;

*আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৪;

*আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৫

*পরীক্ষার তারিখ ও সময়

৪, ৯, ১১, ২৩ এবং ৩০ ডিসেম্বর ২০২৪;

৬, ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ এবং ২৮ জানুয়ারি ২০২৫;

৩, ৪, ১০, ১১, ১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫;

২, ৫, ৯, ১২, ২৩ মার্চ ২০২৫ এবং

৬, ৯ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৮টায় এবং রমজান মাসে সকাল ৯টায় প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে ‍বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—