১১ অক্টোবর ২০২৪, ০৮:৪০

উত্তরা ইপিজেডে চাকরি, আবেদন করুন দ্রুতই

উত্তরা ইপিজেড, নীলফামারী  © সংগৃহীত

উত্তরা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার আওতাধীন উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড নীলফামারীর অধীনে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টর ট্রাস্টি বোর্ড;

১. পদের নাম: ইমাম;

পদসংখ্যা: ১টি;

বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী অভিজ্ঞতাসম্পন্ন হলে ও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য;

আবেদনে যোগ্যতা

* কামিল পাস হতে হবে;

* অনুমোদিত মাদ্রাসা হতে কারীয়ানা পাস হতে হবে; 

আরও পড়ুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে চাকরির সুযোগ

২. পদের নাম: অফিস সহকারী কাম-স্টোর কিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন-স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রার্থী অভিজ্ঞতাসম্পন্ন হলে ও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য;

আবেদনের যোগ্যতা

* এইচএসসি পাস হতে হবে;

* শিক্ষাজীবনের সব পরীক্ষা ন্যূনতম জিপিএ-৩ থাকতে হবে;

* বাংলা ও ইংরেজি টাইপিং গতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ হতে হবে;

দরকারি কাগজপত্র (উভয় পদের জন্য)

* সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি;

* শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি;

* চারিত্রিক সনদের কপি;

* নাগরিকত্ব সনদের কপি;

* জাতীয় পরিচয়পত্রের কপি;

* অভিজ্ঞতার সনদ (যদি থাকে);

আবেদনপত্র ডাউনলোড যেভাবে

আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি

আবেদনপত্রের সঙ্গে উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টর ট্রাস্টি বোর্ডের অনুকূলে যেকোনো তফসিলী ব্যাংক হতে ৬০০ টাকা সমমূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের যেভাবে

ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে দরকারি কাগজপত্রসহ সচিব, উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার, উত্তরা ইপিজেড, নীলফামারী ৫৩০০ বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ অক্টোবর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।