১০ অক্টোবর ২০২৪, ১৮:০৪

নর্থ-ইস্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ, আবেদন ৩৫ বছরেও

নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, টেলিহাওর, শেখঘাট, সিলেট  © সংগৃহীত

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি নর্থ-ইস্ট ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক’ পদে শিক্ষক নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বরের মধ্যে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের বাইরেও পাবেন নানান সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ইস্ট ইউনিভার্সিটি;

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: আইন ও বিচার বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

২. পদের নাম: প্রভাষক;

বিভাগ: আইন ও বিচার বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগ, আবেদন করুন দ্রুতই

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই);

পদসংখ্যা: ২টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

৪. পদের নাম: প্রভাষক;

বিভাগ: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন;

পদসংখ্যা: ২টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

৫. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ইংরেজি;

পদসংখ্যা: ২টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

৬. পদের নাম: প্রভাষক;

বিভাগ: ডেভেলপমেন্ট স্টাডিজ;

পদসংখ্যা: ১টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ব্রিটিশ হাইকমিশনে ২ লাখ ২৭ হাজার বেতনে চাকরি, কর্মস্থল ঢাকায়

৭. পদের নাম: প্রভাষক;

বিভাগ: পাবলিক হেল্থ;

পদসংখ্যা: ১টি;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

দরকারি কাগজপত্র

*প্রার্থীর পূর্ণাঙ্গ সিভি;

*দুটি রেফারেন্স লেটার;

*কাভার লেটার;

*শিক্ষাজীবনের সব সনদ ও মার্কশিটের কপি;

*২ কপি ছবি;

আবেদন যেভাবে

আবেদনপত্রের সঙ্গে দরকারি সব কাগজপত্র রেজিস্ট্রার, নর্থ-ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, টেলিহাওর, শেখঘাট, সিলেট বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর;

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—