১২ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রভাষক থেকে অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’ (ডিআইইউ)। প্রতিষ্ঠানটি গত ১২টি বিভােগে শিক্ষক নিয়োগ দিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ);
পদের নাম: প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী;
আরও পড়ুন: শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
যেসব বিভাগে নিয়োগ
* কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই);
* সিভিল ইঞ্জিনিয়ারিং;
* ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই);
* ফার্মেসি;
* মাইক্রোবায়োলজি;
* বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি;
* আইন;
* ইংরেজি (সাহিত্য, ইএলটি);
* ব্যবসা প্রশাসন;
* অর্থনীতি;
* পদার্থবিজ্ঞান;
* গণিত;
শিক্ষাগত যোগ্যতা
* বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত যোগ্যতা;
* বিদেশি ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: লেকচারার নেবে সাউথইস্ট ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা
দরকারি কাগজপত্র
* আবেদনপত্র;
* শিক্ষাজীবনের সব সনদের ফটোকপি;
* চাকরির অভিজ্ঞতার সনদ;
আবেদন যেভাবে
রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’ (ডিআইইউ), সাঁতারকুল, বাড্ডা, ঢাকা ১২১২ বরাবর দরকারি কাগজপত্রসহ সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর;
শিক্ষাগত যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—