০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪

৪০০ কর্মী নেবে আরআরএফ, থাকছে বৈশাখী ভাতাসহ নানান সুবিধা

ক্রেডিট অফিসার নিয়োগ দেবে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)   © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অধীন ‘ক্রেডিট অফিসার’ পদে নিয়োগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ);

পদের নাম: ক্রেডিট অফিসার (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম);

পদসংখ্যা: ৪০০টি;

বেতন: শিক্ষানবিশকালে বেতন  ২৭,৩০০ টাকা। চাকরি স্থায়ীকরণের (৬ মাস শিক্ষানবিশকাল) পর বেতন ২৯,৮৮৪ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা 

*মোবাইল বিল;

*টিএ, ডিএ;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০ শতাংশ);

*সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে—ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪০ শতাংশ। নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার সব শাখায় ৩০ শতাংশ এবং রাজশাহী, খুলনা সিটি করপোরেশন এলাকায় ২০ শতাংশ হারে;

*আবাসন সুবিধা ও আবাসন ভাতা

*দূরত্ব ভাতা;

*লাঞ্চ ভাতা;

*চিকিৎসা তহবিল;

*স্টাফ কল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা;

*আবাসন ঋণ;

*প্রভিডেন্ট ফান্ড ঋণ;

*মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা;

*স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ;

*মোটরসাইকেল মেরামত বিল (বছরে ১ বার);

আরও পড়ুন: কারিতাস বাংলাদেশ ১০ পদে নিয়োগ দেবে ২৮ কর্মী 

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা

*মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে পারদর্শী হতে হবে;

*বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে;

*কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে;

*সদস্যদের সঙ্গে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে;

*নিজস্ব সাইকেল/মোটরসাইকেল থাকতে হবে;

*মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর;

দরকারি কাগজপত্র

অনলাইনে প্রাপ্ত সব আবেদন বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), আরআরএফ ভবন, সিএন্ডবি রোড, কারবালা, যশোর-৭৪০০ বরাবর স্ব-হস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষা পাসের সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

রেজিষ্ট্রেশন ফি হিসেবে ২৫০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন শেষ তারিখ: আগামী ১৯ অক্টোবর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিতে জানতে এখানে ক্লিক করুন।