সরকারি মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে চাকরি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটি ২টি ভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি ২টি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরমে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিবিএল);
সার্কুলার নম্বর-১
১. পদের নাম: মেশিনিস্ট/টেকনিশিয়ান;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ১৭,০০০ টাকা (গ্রেড-১৭);
২. পদের নাম: পাম্প অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮);
৩. পদের নাম: ওয়ার্ক অ্যাসিসট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৫,৫০০ টাকা (গ্রেড-১৮);
৪. পদের নাম: নিরাপত্তা সহায়ক/প্রহরী;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
৫. পদের নাম: অফিস সহায়ক (ওএসএস);
পদসংখ্যা: ১৫টি;
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯);
আরও পড়ুন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৩০১৭ জন, এসএসসি পাসেও আবেদন
সার্কুলার নম্বর: ২
১. পদের নাম: সহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ১১টি;
বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮);
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইএসটি);
পদসংখ্যা: ২টি;
বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮);
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে;
আবেদন ফি
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে সার্কুলার নম্বর ১-এর প্রার্থীরা ৫০০ টাকা এবং সার্কুলার নম্বর ২-এ থাকা প্রার্থীদের ১০০০ টাকা প্রদান করতে হবে;
প্রবেশপত্র ডাউনলোড: আগামী ৩১ অক্টোবরে আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর;
আবেদনের যোগ্যতা, শর্তাবলি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন—