০৩ অক্টোবর ২০২৪, ১৭:২৮

অফশোর সলিউশনসে চাকরি, ইংরেজিতে দক্ষ হলেই আবেদন

অফশোর সলিউশনসে চাকরি, ইংরেজিতে দক্ষ হলেই আবেদন
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিও কোম্পানি অফশোর সলিউশনস বিডি। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সাপোর্ট রিপ্রেজেনটেটিভ’ পদে নিয়োগ দিতে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা প্রার্থীরাই এই প্রতিষ্ঠানে চাকরিতে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অফশোর সলিউশনস বিডি;

পদের নাম: কাস্টমার সাপোর্ট রিপ্রেজেনটেটিভ;

পদসংখ্যা: ১০টি;

বেতন: ২০,০০০—২৫,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*সাপ্তাহিক ছুটি ২ (শনি ও রবিবার) দিন;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব বোনাস ২টি;

আরও পড়ুন: কর্মসূচি সংগঠক নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে পিতৃত্বকালীন ছুটিসহ নানান সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

বিশেষ দক্ষতা: ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা জানতে হবে অবশ্যই;

বয়সসীমা: ১৮—৩০ বছরের মধ্যে হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ অক্টোবর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডি জবস