ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে চাকরি
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে ইভেন্টস, আউটরিচ ও পাবলিক রিলেশনস অফিসার নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) দেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। কাজী শাহেদ আহমেদ ২০০২ সালে এটি প্রতিষ্ঠা করেন। ইউল্যাব বিশ্ববিদ্যালয় উন্নত শিক্ষা ও ছাত্রছাত্রীদের মানসিক উৎকর্ষ সাধনে নানান সুযোগ-সুবিধা দিয়ে থাকে।
প্রতিষ্ঠানের নাম: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব);
প্রতিষ্ঠানের ধরন: বেসরকারি বিশ্ববিদ্যালয়;
পদের নাম: ইভেন্টস, আউটরিচ ও পাবলিক রিলেশনস অফিসার;
সেকশন/বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস;
পদ সংখ্যা: নির্ধারিত নয়;
আরও পড়ুন: ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিতে চাকরি, কর্মস্থল কক্সবাজার
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন হতে হবে। ব্যবসায় প্রশাসন এবং মিডিয়া ও জার্নালিজম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার থাকবে;
বেতন: বিশ্ববিদ্যালয় বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: পরিবহন সুবিধা, দুইটি উৎসব বোনাসসহ প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য তহবিল) ও গ্র্যাচুইটি ফান্ড (আনুতোষিক তহবিল) সুবিধা;
কাজের ধরন: পূর্ণকালীন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ অক্টোবর;
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনপদ্ধতি কাজের ধরন বা ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।