২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় বিভিন্ন পদে চাকরি

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা  © সংগৃহীত

ঢাকা সেনানিবাস্থ বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা প্রভাষক ও সহকারী শিক্ষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাংলা ভার্সনে স্কুল ও কলেজ শাখায় এবং ইংরেজি ভার্সনে স্কুল শাখায় ও অফিস শাখায় বিভিন্ন পদে কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা;

বাংলা ভার্সন (কলেজ শাখা)

পদের নাম: প্রভাষক;

বিভাগ ও পদের সংখ্যা: বাংলা (১), কৃষি শিক্ষা (১);

বেতন: ২২,০০০—৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি বা বিভাগে পাস থাকতে হবে; অথবা,

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণিতে পাস স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: এসএসসি পাসে ৩৬০০ কনস্টেবল নেবে পুলিশ, আবেদন ফি ৪০ টাকা

বাংলা ভার্সন (স্কুল প্রভাতী শাখা);

পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ ও পদের সংখ্যা: বাংলা (১), ইংরেজি (১), জীববিজ্ঞান (১), শারীরিক শিক্ষা (১), নৃত্য (১) এবং সাধারণ (১);

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০; প্রশিক্ষণপ্রাপ্ত)। প্রশিক্ষণবিহীন (১২,৫০০—৩০,২৩০ টাকা);

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণি বা বিভাগে পাস থাকতে হবে; অথবা,

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণিতে পাস স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে; অথবা,

*সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি পর্যায়ে ৩০০ নম্বর থাকতে হবে;

বাংলা ভার্সন (স্কুল দিবা শাখা);

পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ ও পদের সংখ্যা: বাংলা (১), আর্ট অ্যান্ড কালচার (১), শারীরিক শিক্ষা (১), এবং সাধারণ (১);

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০; প্রশিক্ষণপ্রাপ্ত)। প্রশিক্ষণবিহীন (১২,৫০০—৩০,২৩০ টাকা);


ইংরেজি ভার্সন (স্কুল প্রভাতী শাখা);

পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ ও পদের সংখ্যা: ইংরেজি (১);

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০; প্রশিক্ষণপ্রাপ্ত)। প্রশিক্ষণবিহীন (১২,৫০০—৩০,২৩০ টাকা);


ইংরেজি ভার্সন (স্কুল দিবা শাখা);

পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ ও পদের সংখ্যা: ইসলাম ও নৈতিক শিক্ষা (১), শারীরিক শিক্ষা (১);

বেতন: ১৬,০০০—৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০; প্রশিক্ষণপ্রাপ্ত)। প্রশিক্ষণবিহীন (১২,৫০০—৩০,২৩০ টাকা);

আবেদনের যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভার্সনের প্রভাতী ও দিবা শাখায় আবেদনের যোগ্যতা অভিন্ন।

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা নেবে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

অফিস শাখা

পদের নাম ও পদসংখ্যা

১. হিসাবরক্ষক (১);

বেতন: ১১,৩০০—২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা: কম্পিউটারে অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

২. মেডিকেল অ্যাসিসট্যান্ট (মহিলা-১);

বেতন: ১১,৩০০—২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমতুল্য এবং অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে ৩ বছর মেয়াদি নার্সিং বা মেডিকেল অ্যাসিসট্যান্ট কোর্সের সনদ থাকতে হবে;

৩. পিএ (১);

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: কম্পিউটারে অভিজ্ঞতাসহ এইচএসসি পাস হতে হবে;

৪. হিসাব সহকারী (১);

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: কম্পিউটারে অভিজ্ঞতাসহ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে পদভেদে ৩৬০ থেকে ৬৬০ টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আগামী ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।