আকর্ষণীয় বেতনে চাকরি নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেডে
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড দেশব্যাপী তাদের বিপণন কার্যক্রমকে গতিশীল করতে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩টি ভিন্ন পদে কিছু কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সুনির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড;
১. পদের নাম: মেডিকেল প্রতিনিধি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা যেকোনো বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. পদের নাম: এরিয়া ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে এরিয়া ম্যানেজার অথবা সিনিয়র এমপিও হিসেবে ৪ বা ৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৩. পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
অভিজ্ঞতা: কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানিতে রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া
ম্যানেজার হিসেবে ৪ বা ৫টি এরিয়ায় কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: আগোরা লিমিটেড এইচএসসি পাসে চাকরি
দরকারি কাগজপত্র
*স্ব-হস্তে লিখিত আবেদনপত্র;
*পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি);
*সদ্য তোলা ২ কপি ছবি;
*জাতীয় পরিচয়পত্র (এনআইডি);
*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;
আবেদন পাঠাবেন যেভাবে
দরকারি সব কাগজসহ আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড, প্রধান কার্যালয়, নেপচুন হাব, ২/৫, ব্লক-ডি, লালমাটিয়া, মোহম্মদপুর, ঢাকা ১২০৭ বরাবর পাঠাতে হবে। অথবা, আবেদনপত্র ই-মেইল করতে পারবেন hrd@neptune.com.bd ঠিকানায়।
আরও পড়ুন: কারিতাস বাংলাদেশ ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কর্মী নিয়োগ দেবে
মৌখিক পরীক্ষা
২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজ্ঞপ্তিতে থাকা কেন্দ্রে সরাসরি মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ
নির্বাচিত প্রার্থীদের ঢাকার দুই সপ্তাহ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালীন সময়ে থাকা ও খাওয়ার ব্যয় কোম্পানি বহন করবে।
নিচে দেওয়া নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেডের বিজ্ঞপ্তিতে কেন্দ্রের নাম ও অবস্থানসহ অন্যান্য বিষয় জানতে পারবেন।