২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫

স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজের নিয়োগে বেতন ৩৪ হাজারের সঙ্গে নানা সুবিধা

স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ, পাবনা  © সংগৃহীত

স্কয়ার গ্রুপ দ্বারা পরিচালিত স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইংরেজি ভার্সনের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাস অনুযায়ী পাঠদান  করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ;

পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগ: গণিত;

পদ সংখ্যা : ১টি;

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে চাকরি

আবেদনের যোগ্যতা 

*গণিত বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর;

*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের গ্রেড থাকতে হবে;

*অবশ্যই ইংরেজিতে লেখা ও কথা বলায় দক্ষ হতে হবে;

*অবশ্যই এমএস অফিস ও এক্সেল ব্যবহার জানতে হবে;

*বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে;

বেতন

প্রভিশনাল সময়ে মাসিক বেতন ৩৪,০০০ হাজার টাকা। চাকরি স্থায়ীকরণের পর বেতন স্কেল-১৬০০০-৩৮৬৪০ (সরকারি); ১০ম গ্রেড অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে এবং মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা 

*প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসেবে ১৫০০ টাকা প্রাপ্য হবেন;

*সরকারি নিয়ম অনুযায়ী ২টি উৎসব ভাতা দেওয়া হবে;

*সম্মানজনক নন-টিউশন ভাতা প্রদান করা হবে;

*প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি সুবিধা দেওয়া হবে;

আরও পড়ুন: ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ

দরকারি কাগজপত্র

*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;

*সব সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ‘অধ্যক্ষ, স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ, শালগাড়িয়া, পাবনা’ বরাবর আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।