২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৬

১২ পদে ১০৩ জনের নিয়োগে বিজ্ঞপ্তি সম্মিলিত সামরিক হাসপাতালের  

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা  © সংগৃহীত

অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। প্রতিষ্ঠানটির ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি সেন্টারে ১২ ক্যাটাগরির নানান পদে মোট ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে  পারবেন।

১. পদের নাম: নার্স;

পদসংখ্যা: ১০টি;

যোগ্যতা: বিএসসি ইন নার্সিং ডিগ্রি;

বেতন: ৩৫,০০০ টাকা;

২. পদের নাম: ইনটেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট (আইসিএ);

পদসংখ্যা: ১৫টি;

যোগ্যতা: ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি;

বেতন: ৪০,০০০ টাকা;

৩. পদের নাম: অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট (ওটিএ);

পদসংখ্যা: ৬টি;

যোগ্যতা: ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি;

বেতন: ৩০,০০০ টাকা;

৪. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ২১টি;

যোগ্যতা: ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি;

বেতন: ৩০,০০০ টাকা;

৫. পদের নাম: রেডিওগ্রাফার;

পদসংখ্যা: ৩টি;

যোগ্যতা: ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি;

বেতন: ৩০,০০০ টাকা;

৬. পদের নাম: আয়া;

পদসংখ্যা: ৬টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি অথবা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (নারী);

পদসংখ্যা: ৬টি;

যোগ্যতা: পঞ্চম শ্রেণি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ);

পদসংখ্যা: ৬টি;

যোগ্যতা: পঞ্চম শ্রেণি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

৯. পদের নাম: ওয়ার্ডবয়;

পদসংখ্যা: ৩টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

১০. পদের নাম: ইমারজেন্সি বয় বা রোগীর ট্রলি বয়;

পদসংখ্যা: ২১টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

১১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ৩টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

১২. পদের নাম: বার্তাবাহক;

পদসংখ্যা: ৩টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস হতে হবে;

বেতন: ১৫,০০০ টাকা;

আবেদনপদ্ধতি

আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা ও খামের ওপর পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা সেনানিবাস বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ২০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট কমান্ড্যান্ট, সিএমএইচ ঢাকা বরাবর পাঠাতে হবে; 

দরকারি কাগজপত্র

*লিখিত আবেদনপত্র; 

*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি;

*জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;

*চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি;

আবেদনের শেষ তারিখ

আগামী ৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা;

লিখিত ও মৌখিক পরীক্ষা

১ থেকে ৫ নম্বর পদের লিখিত পরীক্ষা আগামী ১১ অক্টোবর এবং ৬ থেকে ১২ নম্বর পদের লিখিত ও মৌখিক পরীক্ষা ১১ অক্টোবরে অনুষ্ঠিত হবে। এবং ১ থেকে ৫ নম্বর পদের মৌখিক পরীক্ষা ১৮ অক্টোবর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।