কুয়েটে শিক্ষক ও কম্পট্রোলার পদে নিয়োগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ AM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ PM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সহযোগী ও সহকারী অধ্যাপক ও কম্পট্রোলার পদে ১০টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট);
১. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন: গ্রেড-৪ (৫০,০০০-৭১,২০০ টাকা);
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিভাগ: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন: গ্রেড-৪ (৫০,০০০-৭১,২০০ টাকা);
আরও দেখুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে নিয়োগ
৩. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭০,১০ টাকা);
৪. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭০,১০ টাকা);
৫. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিভাগ: ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ;
পদসংখ্যা: ৩টি;
বেতন: গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭০,১০ টাকা);
কর্মকর্তা
৬. পদের নাম: কম্পট্রোলার;
পদসংখ্যা: ১টি;
বেতন: গ্রেড-৩ (৫৬,৫০০-৭৪,৪০০ টাকা);
আরও দেখুন: বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ
দরকারি কাগজপত্র
*সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ (দশ) সেট প্রিন্ট কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে;
*সহকারী অধ্যাপক ও কম্পট্রোলার পদের জন্য ৬ (ছয়) সেট প্রিন্ট কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে;
আবেদন ফি
প্রার্থীদের ১০০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রারের অনুকূলে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর;
আবেদনের যোগ্যতা ও আবেদন সম্পর্কিত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।