১১ নভেম্বর ২০১৮, ১৮:২৫

তৃতীয় লিঙ্গের উত্তরণে গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কর্মী  © টিডিসি ফটো

সমাজের অবেহেলিত স্তর থেকে উত্তরণে সহযোগীতা করার উদ্দেশ্যে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ বলে পরিচিত হিজড়া সম্প্রদায় থেকে। তাদেরকে বঞ্ছনার স্তর থেকে সমাজের মূলধারায় নিয়ে আসতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দেয়া হয় সুমনা ও আঁখি নামের দুই তৃতীয় লিঙ্গের সদস্যকে। পূর্বে এরা সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য ছিলেন।

এর আগে গত অক্টোবরে নূরমালা নীলা নামে একজন তৃতীয় লিঙ্গের নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তৃতীয় লিঙ্গের এসব নিরাপত্তা কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন, এমন উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতেই এমন উদ্যোগ। তারা যেন নিজেদের সমাজের বোঝা মনে না করে এবং স্বাভাবিক ভাবেই সমাজের সকলের সাথে মিশতে পারে সে লক্ষ্যে আমরা এমন উদ্যোগ নিয়েছি। আর সুযোগ পেলে তারাও সমাজের অন্যান্যদের মতো তাদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে। 

তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মী নূরমালা নীলা বলেন, বুঝতে শিখার পর থেকেই সমাজে অবহেলা ও বঞ্ছনার শিকার হয়েছি। কিন্তু এখানে আসার পর আর নিজেকে অন্যদের থেকে আলাদা মনে হয়না। আমি মনে করি অন্য সবার মতো আমিও সুযোগ পেলে নিজের মতো করে সম্মানের সাথে এ সমাজে বাচতে পারবো।