২৬ জুন ২০২৪, ১১:৩৭

আকর্ষণীয় বেতনে শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি  © সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একাধিক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ বিভাগের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

১. ব্যবসায় প্রশাসন বিভাগ  
পদ: সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক  
বিশেষজ্ঞতা: (ক) ফাইন্যান্স (খ) ম্যানেজমেন্ট ও (গ) বিজনেস কমিউনিকেশন (ইংরেজিতে বিএ এবং এমবিএ)  

২. অর্থনীতি বিভাগ  
পদ: অধ্যাপক  

৩. ইংরেজি বিভাগ  
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক
 
৪. স্যোশাল রিলেশন্স বিভাগ  
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক  
বিষয়/ক্ষেত্র: (ক) জনসংখ্যা বিজ্ঞান/ডেমোগ্রাফি (খ) জনস্বাস্থ্য (গ) বায়োস্ট্যাটিস্টিক্স এবং (ঘ) পরিবেশ স্বাস্থ্য
 
৫. ইনফরমেশন স্টাডিজ বিভাগ  
পদ: প্রভাষক  

৬. আইন বিভাগ  
পদ: অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক 

৭. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ  
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক 

৮. গণিত ও পদার্থবিজ্ঞান (এমপিএস) বিভাগ  
পদ: সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক  
বিষয়/ক্ষেত্র: পরিসংখ্যান/কম্পিউটার বিজ্ঞান/গণিতের সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক (ডেটা সায়েন্সে বিশেষজ্ঞতা) এবং রসায়ন/গণিত/পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক/প্রভাষক।  

৯. ফার্মেসি বিভাগ  
পদ: সহকারী অধ্যাপক/প্রভাষক 

১০. সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ  
পদ: সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/প্রভাষক

প্রয়োজনীয় যোগ্যতা:  
অধ্যাপক: প্রাসঙ্গিক ক্ষেত্রে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম দশ বছরের সক্রিয় শিক্ষাদান অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম পাঁচ বছর সহযোগী অধ্যাপক হিসেবে থাকতে হবে। উল্লেখযোগ্য প্রকাশনা রেকর্ড থাকলে অভিজ্ঞতা বছরের শর্ত শিথিলযোগ্য।
 
প্রকাশনা: বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের জন্য: আন্তর্জাতিক সূচিকৃত জার্নালে ন্যূনতম পনেরটি পাবলিকেশন। শেষ পাঁচ বছরে অন্তত পাঁচটি প্রবন্ধ প্রকাশিত হতে হবে।  

ব্যবসা ও অর্থনীতি, উদার শিল্পকলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য: সম্মানিত (অন্তত ০৪টি আন্তর্জাতিক) জার্নালে ন্যূনতম দশটি পাবলিকেশন । শেষ পাঁচ বছরে অন্তত চারটি পাবলিকেশন প্রকাশিত হতে হবে।  প্রকাশনার মোট প্রয়োজনীয় সংখ্যার অর্ধেক পাবলিকেশন এ প্রধান লেখক হিসেবে থাকতে হবে।
 
সহযোগী অধ্যাপক: প্রাসঙ্গিক ক্ষেত্রে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম পাঁচ বছরের সক্রিয় শিক্ষাদান অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম চার বছর সহকারী অধ্যাপক হিসেবে থাকতে হবে। উল্লেখযোগ্য প্রকাশনা রেকর্ড থাকলে অভিজ্ঞতা বছরের শর্ত শিথিলযোগ্য।  

প্রভাষক: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম পাঁচ বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষাসহ মাস্টার্স ডিগ্রি। প্রার্থীর চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে।  

উপরোক্ত বিভাগগুলির যেকোনো বিভাগে সহকারী অধ্যাপক পদে বর্তমানে কর্মরত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকরা আবেদন করতে পারবেন।  

প্রয়োজনীয় শর্ত: 

* যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন ও সুবিধা।  
* প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি অর্জন করতে হবে।  
* শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হবে।  
* * উপরোক্ত বিভাগগুলির যেকোনো বিভাগে বর্তমানে অধ্যাপক/সহকারী অধ্যাপক পদে কর্মরত অত্যন্ত যোগ্য শিক্ষকরা আবেদন করার জন্য উৎসাহিত।  
* প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি অর্জন করতে হবে।  
* কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।  
* যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় বেতন ও সুবিধা।  
* শুধুমাত্র শর্টলিস্টেড প্রার্থীদের পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হবে।  
* ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন (jobs.ewubd.edu)

আবেদন যেভাবে: আপনার আবেদনপত্র পূর্ণাঙ্গ সিভিসহ সমস্ত একাডেমিক ফলাফল, একাডেমিক ও অভিজ্ঞতা সার্টিফিকেটের কপি এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সহ উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, প্লট-এ/২, জহুরুল ইসলাম এভিনিউ, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে। অথবা অনলাইনে সরাসরি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের ঠিকানা: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হাতির ঝিলের উল্টো দিকে, রামপুরা ব্রিজ, আফতাবনগর, জহিরুল ইসলাম সিটির প্রবেশ পথে, হাতের বামে, প্লট এ/২, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৭৫৫৫৮৭২২৪, ০১৮১৫১৯৩৩০৯৪

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

বিস্তারিত বিজ্ঞপ্তিতে