৪ পদে শিক্ষক নেবে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়
সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় (লুসা), কুষ্টিয়া। প্রতিষ্ঠানটি তাদের চার ক্যাটাগরির পদে শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ০৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় (লুসা), কুষ্টিয়া
অন্তর্ভুক্ত বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইংরেজি, আইন ও লোক-প্রশাসন।
১.পদের নাম: অধ্যাপক
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমান ডিগ্রি। সহযোগী অধ্যাপক হিসেবে ৫ বছরসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ১২ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মোট ১২টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে ৭টি প্রকাশনা সহযোগী অধ্যাপক হিসেবে থাকা আবশ্যক।
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমান ডিগ্রি। সহকারী অধ্যাপক হিসেবে ৪ বছরসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৭ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ৬টি প্রকাশনা থাকতে হবে।
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমান ডিগ্রিসহ শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ বা এ-গ্রেড থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা এ-গ্রেড থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা বা গবেষণার কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ১টি প্রকাশনা থাকা আবশ্যক। অথবা অনার্সসহ ৪ বছরের স্নাতকোত্তর ডিগ্রি। একাডেমিক পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ বা এ-গ্রেড থাকতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতাসহ ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে।
৪. পদের নাম: প্রভাষক
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ বা শিক্ষণ অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩.২৫ পেতে হবে। ইংরেজিতে সাবলীলতা প্রয়োজন। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে।
আবেদন ফি: ৫০০ টাকা।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: কুষ্টিয়া
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র ই-মেইল (info@lusa.ac.bd) বা ডাকযোগে বা কুরিয়ার বা সরাসরি নির্ধারিত সময়সীমার মধ্যে ‘১২৮ এনএস রোড, কুষ্টিয়া জেলা পরিষদ ভবন, কুষ্টিয়া-৭০০০’ ঠিকানায় পৌঁছাতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে