২৫ এপ্রিল ২০২৪, ১২:২২
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নেবে সিআরপি, বেতন ২৬ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড (সিআরপি)। প্রতিষ্ঠানটি কো-অর্ডিনেটর অফিসার পদে লোকবল নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ মে।
প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড (সিআরপি)
পদের নাম: কো-অর্ডিনেটর অফিসার
পদ: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
কাজের সময়সূচি: ফুল-টাইম
অভিজ্ঞতা: ২–৩ বছর। ফ্রেশাররাও আবেদন করতে পারেন।
বেতন: ২৬,৩০৬ টাকা (প্রতি মাসে)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি। সঙ্গে উৎসব ভাতা ০২ টি।
আরও পড়ুন: ৪৩ জন শিক্ষক নেবে বিএএফ শাহীন, আবেদনে বাকি ৫ দিন
কর্মস্থল: ঢাকা (সাভার)
বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে