২২ মার্চ ২০২৪, ০৯:৩৮

এসএসসি পাসে পল্লী বিদ্যুতে চাকরির সুযোগ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শূন্য পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
পদসংখ্যা: ০১টি 
লোকবল নিয়োগ: ০৩ জন 

পদের নাম: অফিস সহায়ক 
পদসংখ্যা: ০৩টি 
বেতন: ১৫,৫০০ থেকে ৩৯,১৭০ টাকা, প্রাথমিক ধাপে ১৫,৫০০ টাকা। এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পাবেন। 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: অস্থায়ী 
কর্মস্থল: গোপালগঞ্জ
প্রার্থীর ধরন: শুধু পুরুষ

আরও পড়ুন: বিমান বাংলাদেশ নেবে ১১২ জন, এসএসসি পাসেও আবেদন

আবেদন পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে৷ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। 
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিখিলযোগ্য। 
আবেদন ফি: জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে ১০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
 
আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।