১৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬

সরকারি শূন্য পদ তিন লাখের বেশি: জনপ্রশাসনমন্ত্রী

  © ফাইল ফটো

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৫১১টি বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার জাতীয় সংসদে সাংসদ আবুল কালামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কোনো কোনো দপ্তর/সংস্থার নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন, কিছু কিছু পদ পদোন্নতির মাধ্যমে পূরণযোগ্য এবং কিছু কিছু পদ কর্মকমিশনের মাধ্যমে পূরণযোগ্য বিধায় শূন্য পদ পূরণের তারিখ নির্দিষ্টভাবে উল্লেখ করা সম্ভব নয়।

চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী আশরাফুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের আবেদন, স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্সপ্রাপ্তি ও নবায়নসহ জেলা প্রশাসন থেকে ৩৭ ধরনের সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। এতে দ্রুততম সময়ে জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন চালুর পর টোল ফ্রি নম্বরে কল করে ২৮ হাজার ৫৯১ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ২ লাখ ৪০ হাজার ৫৪৭ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে ৮ হাজার ১২৯টি মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম আইন-সহায়তা সেলের মাধ্যমে ১০ হাজার ৮৬১ জনকে সহায়তা প্রদান ও ৪৪২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ট্রাইব্যুনালে ১ কোটি ১ লাখ ৩৭ হাজার ৭৬১টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।