২০০ জন নিয়োগ দেবে সিএসএস এনজিও

  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস। সংস্থাটির লোন অফিসার পদে ২০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের পরিচালক-এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। 

প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতক/স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: (১) সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা। (২) সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পাশে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী। (৩) সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে-মিজ কামরুন্নাহার, হোল্ডিং নং-২৩০/০২, (রানি মহল সিনেমা হলের সামনে মালেক প্লাজার পিছনে) ওয়ার্ড নং-৬৭, পশ্চিম সারুলিয়া, ডেমরা, ঢাকা। (৪) উত্তর ঝিকরহাটি ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোস্তফাপুর বাস স্ট্র্যান্ড সংলগ্ন, উকিল বাড়ি), মোস্তফাপুর, মাদারীপুর সদর, মাদারীপুর। (৫) মুসলিম একাডেমি, ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর। 

আবেদনে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর পাঠাতে হবে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

সুযোগ সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক ৩০ দিন ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও
মাতৃত্বজনিত ছুটি।

বিস্তারিত বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ