অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংক নেবে এমটিও, বেতন ৭০ হাজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৭ PM
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে একাধিক লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৪।
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
পদের নাম: এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে সফটওয়্যার, ডাটাবেজ ম্যানেজমেন্ট, সিস্টেম অ্যান্ড স্টোরেজ, নেটওয়ার্কিং, এটিএম/ সিআরএম, কার্ডস অপারেশন ও সিকিউরিটি বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আরও পড়ুন: বিভিন্ন বিভাগে ৩৩ জন শিক্ষক নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বেতন: এই পদে নিয়োগ পাওয়ার পর প্রথম এক বছর হবে প্রবেশন কাল। এই সময় মাসিক বেতন হবে ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশন কাল সফলভাবে শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৮০,৮১৫ টাকা।
এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে