২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেবে ৪২ জন, এসএসসি পাসেও আবেদন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেবে ৪২ জন  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) অধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রটেকশন সার্ভিস ডিভিশন। এই প্রতিষ্ঠানে ৬ পদে ৪২ জনকে নিয়োগ দেয়া হভে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। 

 ১. পদের নাম: ট্রেইনি ফায়ার অফিসার
পদসংখ্যা: ১
বেতন গ্রেড: ১০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ। অথবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সমমানের কর্মকর্তাদের জন্য আবশ্যকীয় প্রশিক্ষণ।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

 ২. পদের নাম: ট্রেইনি আইটি অফিসার
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ১০
যোগ্যতা: কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

 ৩. পদের নাম: ট্রেইনি অফিস সহকারী
পদসংখ্যা: ১
বেতন গ্রেড: ১৬
যোগ্যতা: এসএসসি/সমমান বা এইচএসসি /সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ সহ উত্তীর্ণ। অথবা সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

 ৪. পদের নাম: ট্রেইনি ফায়ার ফাইটার
পদসংখ্যা: ৩৫
বেতন গ্রেড: ১৭
যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ সহ এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: ১৮ থেকে ২১ বছর (অবিবাহিত)

 ৫. পদের নাম: ট্রেইনি জেনারেল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
বেতন গ্রেড: ২০
যোগ্যতা: ন্যূনতম জিপিএ/সিজিপিএ ২.৫০ সহ এসএসসি বা সমমান পাস।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

 ৬. পদের নাম: ট্রেইনি পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
বেতন গ্রেড: ২০
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পরিচ্ছন্নতা কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

আরও পড়ুন: ৬ষ্ঠ-১৩তম গ্রেডে পুরুষ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শর্ত: কমপক্ষে ১০ বছর চাকরি করবেন এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। যদি এনপিসিবিএলে ১০ বছর চাকরি সমাপ্তির আগে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোনও কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন

আগ্রহীরা npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ৫০০ টাকা