২২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০

১৩৫ জন নিয়োগ দেবে সিএসএস এনজিও

  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস। সংস্থাটির জেনারেল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসার পদে ১৩৫ জনকে নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ডাক যোগে আবেদন পাঠাতে হবে।

পদের বিবরণ


প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি : ১ নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কো-অর্ডিনেটর/জোনাল ম্যানেজার/আরএম পদে কমপক্ষে ৩/৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২ নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে আরএম পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩ নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার/সহকারি ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৪নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য ও অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: ১, ২, ৩ নং পদের জন্য সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা বটিয়াঘাটা খুলনা ও ৪ নং পদের জন্য প্রধান কার্যালয়সহ (১) সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং-২৬, রোড নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা। (২) সিএসএস কুষ্টিয়া সদর-০১ ব্রাঞ্চ, কাস্টম মোড়, পশ্চিম গলি, চৌহাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। ৪ নং পদের আগ্রহী প্রার্থীদের জন্য উল্লিখিত ঠিকানাগুলির যেকোনো একটি ঠিকানায় (যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক) আবেদন করতে হবে।

আবেদনে যা লাগবে: জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর পাঠাতে হবে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

সুযোগ সুবিধা: পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখি ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা।

আবেদনের শেষ সময়: আগামী ০৯ জানুয়ারির মধ্যে আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবিসহ সকল কাগজপত্র।

বিস্তারিত বিজ্ঞপ্তি