গণপূর্ত অধিদপ্তরে ৪৪৯ পদে নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার
গণপূর্ত অধিদপ্তরে ৪৪৯ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে । ১৪ থেকে ১৬তম গ্রেডের সাত পদে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গণপূর্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ থেকে ১৬তম গ্রেডে সাত ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ৮ ও ৯ এপ্রিল ২০২২ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এসব পদের লিখিত পরীক্ষা হবে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায়। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে।
প্রবেশপত্র: গণপূর্ত অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য http://recruitment.pwd.gov.bd/admit ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরেরও এ ব্যাপারে এসএমএস পাঠানো হবে।
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য এ প্রবেশপত্র প্রযোজ্য হবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।