প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ

মনববন্ধন
মনববন্ধন  © সংগৃহীত

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন রংপুর বিভাগের পরীক্ষার্থীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে রংপুর বিভাগের আট জেলার পাঁচ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। ডিজিটাল ডিভাইস জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ এনে ওই পরীক্ষা বাতিলের দাবি করেন তারা।

এ সময় পরীক্ষার্থীরা অভিযোগ করেন, ‘গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস করে উত্তর লেখার কারণে শত শত ডিভাইস জব্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে শিক্ষকসহ ১৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এতেই প্রমাণিত হয়েছে কী পরিমাণ দুর্নীতি ও অনিয়ম হয়েছে ওই পরীক্ষায়। কয়েকটি কেন্দ্রে পুলিশ অভিযান চালিয়ে এত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অথচ ২৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই এই ঘটনা ঘটেছে। এতে আমরা মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছি।’

মানববন্ধনে তারা ‘দুর্নীতিমুক্ত শিক্ষক চাই’, ‘ডিভাইসে প্রশ্নপত্র ফাঁস’, ‘প্রক্সি দুর্নীতিমুক্ত পরীক্ষাকেন্দ্র চাই’, ‘কন্ট্রাক্টমুক্ত হল চাই’, ‘প্রকৃত মেধাবীদের সঠিক মূল্যয়ন চাই’ লেখা প্ল্যাকার্ড,  ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রায় দেড়ঘণ্টা অবস্থান করেন। 

পরীক্ষার্থীদের দাবি, অবিলম্বে এই পরীক্ষা বাতিল করা হোক। দুর্নীতিমুক্তভাবে নিয়োগ দেওয়া না হলে দেশের প্রাথমিক শিক্ষা ধ্বংস হয়ে যাবে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন– নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া আব্দুস সালাম, পপি পায়েল, আনিশা ইয়াসমিন, নাজিম উদ্দিন, আব্দুল আজিজ, পরীক্ষা বাতিল চেয়ে রিটকারী শিক্ষার্থী রোমান কবির প্রমুখ।


সর্বশেষ সংবাদ