প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের কমিশনারসহ ১৩ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তি অনুসারে ৮ ডিসেম্বর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ (প্রথম ধাপ) হয়। লিখিত পরীক্ষায় ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে বরিশালের চর হোগলার ফাতেমা আক্তার নামের এক প্রার্থী ওই রিট করেন।
আজ বুধবার রিট আবেদনকারীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন বলেন, গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ রিটটি জমা দেওয়া হয়েছে। শুনানির জন্য রিটটি আগামীকাল বৃহস্পতিবার কার্যতালিকায় আসতে পারে।
এর আগে গত ১১ ডিসেম্বর সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন কয়েকশ প্রার্থী।