৩৯৮ জন বেসামরিক জনবল নিয়োগ দেবে বিমান বাহিনী
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি বেসামরিক পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ২০ তম গ্রেডে ৬৭ পদে ৩৯৮ জন নিয়োগ দেবে। ৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিমান বাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: ধর্মীয় শিক্ষক
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কোন মাদ্রাসা হতে ফাজিল পাস। (খ) ধর্মোপদেশ প্রদান ও ধর্মের প্রতি উদ্বুদ্ধকরণে সামর্থ্য হতে হবে।
বেতন: ১৪১২০-৩৩৯৭০/- (জেএসআই-১/২০১৬ মোতাবেক)
২.পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্য: ৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা:(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দের গতি থাকতে হবে।
(গ) বাংলা ও ইংরেজি কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১১০০০-২৬৫৯০ /- ( ১৩তম গ্রেড)
৩. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্য: ৬টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা:(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১০০০-২৬৫৯০/- (১৩তম গ্রেড)
৪. পদের নাম: উচ্চমান করণিক
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা:(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অন্যূন ০৬ (ছয়) মাসের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।
বেতন: ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্য: ৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
(থ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি এবং (ঘ) সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে।
বেতন: ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)
৬. পদের নাম: লাইব্রেরীয়ান
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)
৭. পদের নাম: গবেষণাগার সহকারী
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটার এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা।
বেতন: ১০২০০-২৪৬৮০/- (১৪তম গ্রেড)
৮. পদের নাম: নকশাকার গ্রেড-৩
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অন্যূন ০২ (দুই) বছরের ড্রাফটসম্যানশীপ কোর্স উত্তীর্ণ;
(গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং
(ঘ) অটোক্যাড ২ডি বিষয়ে জ্ঞান।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
৯. পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)
পদ সংখ্য: ২১।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) ভারী বা হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্সধারী।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১০. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (এয়ারফ্রেম ফিটার)
পদ সংখ্য:৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১১.পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (আর্মামেন্ট ফিটার)
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১২. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (জেনারেল ফিটার)
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৩.পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)
পদ সংখ্য: ৬টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীৰ্ণ ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৪. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)
পদ সংখ্য:৭টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৫. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)
পদ সংখ্য:৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৬. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার)
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৭. মিস্ত্রী ক্লাস-১ (ইনস্ট্রুমেন্ট ফিটার)
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৮. মিস্ত্রী ক্লাস-১ (মেটাল ওয়ার্কার)
পদ সংখ্য:১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
১৯. পদের নাম: মিস্ত্রী ক্লাস-১ (কার্পেন্টার)
পদ সংখ্য:২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
২০. মিস্ত্রী ক্লাস-১ (পেইন্টার)
পদ সংখ্য:৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
২১. মিস্ত্রী ক্লাস-১ (ওয়েল্ডার)
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ
বেতন: ৯৭০০-২৩৪৯০/- (১৫তম গ্রেড)
২২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্য: ৩৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং
(গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৩. স্টোরম্যান
পদ সংখ্য:৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৪. মিডওয়াইফ
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) ধাত্রীবিদ্যায় অন্যূন ০১ (এক) বছরের অভিজ্ঞতা।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৫. ফায়ার ফাইটার
পদ সংখ্য:৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অন্যূন ০৩ (তিন) মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণপ্রাপ্ত ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৬. ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্য:৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৭. মিস্ত্রী ক্লাস-২ (জেনারেল মেকানিক)
পদ সংখ্য:২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৮. মিস্ত্রী ক্লাস-২ (ইঞ্জিন মেকানিক)
পদ সংখ্য:২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
২৯. মিস্ত্রী ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)
পদ সংখ্য:২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩০. মিস্ত্রী ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩১.মিস্ত্রী ক্লাস-২ (পেইন্টার)
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩২. মিস্ত্রী ক্লাস-২ (ওয়েল্ডার)
পদ সংখ্য:১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে টেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩৩. মিস্ত্রী ক্লাস-২ (ফেব্রিক ওয়ার্কার)
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩৪. মিস্ত্রী ক্লাস-২ (বাইন্ডার)
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/- (১৬তম গ্রেড)
৩৫.ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক)
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৩৬. ট্রেডসম্যান (আর্মামেন্ট মেকানিক)
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৩৭. ট্রেডসম্যান (জেনারেল মেকানিক)
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্স উত্তীর্ণ ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৩৮. ট্রেডসম্যান (ইঞ্জিন মেকানিক)
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- (১৮তম গ্রেড)
৩৯. ট্রেডসম্যান (ইলেকট্রিক মেকানিক)
পদ সংখ্য: ৭টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- (১৮তম গ্রেড)
৪০.ট্রেডসম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট
পদ সংখ্য: ৭টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
মেকানিক)
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪১. ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক)
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের রেডিও বা টিভি ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪২. ট্রেডসম্যান (র্যাডার মেকানিক)
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৩. ট্রেডসম্যান (গ্রাউন্ড সিগন্যালার)
পদ সংখ্য:৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৪. ট্রেডসম্যান (মেটাল ওয়ার্কার)
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৫. ট্রেডসম্যান (কার্পেন্টার)
পদ সংখ্য:৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৬. ট্রেডসম্যান (পেইন্টার)
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৭. ট্রেডসম্যান (ওয়েল্ডার)
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদে ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৮. ট্রেডসম্যান (ফেব্রিক ওয়ার্কার)
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০১ (এক) বৎসর মেয়াদের ট্রেড কোর্স উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৪৯. বেলুন মেকার
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮৮০০-২১৩১০/- ( ১৮তম গ্রেড)
৫০. মোয়াজ্জিন
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জিপিএ ৩.০০ সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ
(খ) কারী হতে হবে; এবং
(গ) কোরআনে হাফেজ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
বেতন: ৮৮০০-২১৩১০/- (১৮তম গ্রেড)
৫১.দাই
পদ সংখ্য: ১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
(খ) সংশ্লিষ্ট পেশায় অন্যূন ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
বেতন: ৮৫০০-২০৫৭০/- (১৯তম গ্রেড)
৫২. অফিস সহায়ক
পদ সংখ্য: ৪৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৩. লস্কর
পদ সংখ্য: ২৯টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৪. লস্কর এয়ারক্রাফট
পদ সংখ্য: ৫টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৫. মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার (এমটিজি)
পদ সংখ্য: ১০টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৬. লস্কর বার্ডশ্যুটার
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৭. লস্কর স্পোর্টস মার্কার
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৮. লস্কর ফায়ার ফাইটার
পদ সংখ্য: ৭টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৫৯. লস্কর এন্টি ম্যালেরিয়া
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড),
৬০. লস্কর ওয়ার্ড বয়
পদ সংখ্য: ২টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬১. বাবুর্চি
পদ সংখ্য: ৩০টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) রন্ধন কাজে অন্যূন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬২. মেসওয়েটার
পদ সংখ্য: ১৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬৩. ওয়াশার আপ
পদ সংখ্য: ১১টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬৪. মালী
পদ সংখ্য: ৮টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সংশ্লিষ্ট কাজে অন্যূন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬৫. ওয়াচম্যান
পদ সংখ্য: ৪টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬৬. পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্য: ১৮টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
৬৭. আয়া
পদ সংখ্য: ৩টি।
শিক্ষা ও অন্যান যেগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০/- (২০তম গ্রেড)
সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদ শেষ তারিখ: ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন: https://joinairforce-civ.baf.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।