২৯ অক্টোবর ২০২৩, ১৬:১৩

ওজোপাডিকোতে ১০০ পদে চাকরি, মঙ্গলবার আবেদন শেষ

ওজোপাডিকোতে ১০০ পদে চাকরি, মঙ্গলবার আবেদন শেষ
  © সংগৃহীত

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। প্রতিষ্ঠানটি সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) শিক্ষানবিশ পদে ১০০ পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট (এসবিএ) শিক্ষানবিশ
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮১৩ এবং ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।
বয়স: ২০২৩ সালের ৩১ অক্টোবর বসয়সীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রশিক্ষণকালীন সাকল্যে মাসিক বেতন ২৩,০০০ টাকা। শিক্ষানবিস হিসেবে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ৬ মাসের প্রশিক্ষণ শেষে প্রাপ্য প্রশিক্ষণ ভাতার অর্ধেক উৎসব বোনাস প্রাপ্য হবেন। কেবল প্রশিক্ষণ মূল্যায়ণে উত্তীর্ণ শিক্ষানবিশেরা তাঁদের সন্তোষজনক পুলিশ প্রতিবেদন পাওয়া সাপেক্ষে পরবর্তীকালে প্রবেশনে নিয়োগের জন্য বিবেচিত হবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর ওয়েবসাইট বা ওজোপাডিকোর চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিডেটের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিডেটের অনুকূলে পাঠাতে হবে। টাকা পাঠানোর নিয়মাবলি ওয়েবসাইটে দেওয়া আছে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।