২৭ অক্টোবর ২০২৩, ১৯:০৭

আবেদনের বয়সসীমা ৩৫ দাবি না মানলে বিষ পানের হুমকি

  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা৷ তারা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে চান৷ আন্দোলন কর্মসূচিতে পুলিশ বাধা দিলে বিষ পানের হুমকি দিয়েছেন তারা৷ 

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টা ৪৫ মিনিটে নীলক্ষেত অবরোধ করে তারা৷ এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরন অনশন করছিলো তারা৷ সেখান থেকে গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে নীলক্ষেত মোড়ে পুলিশ বাধা দিলে রাস্তা আটকে অবস্থান কর্মসূচি শুরু করে তারা৷ 

আন্দোলনকারী উর্মী সিদ্দিকা বলেন, আমরা গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলাম৷ পুলিশ নীলক্ষেত মোড়ে আমাদের আটকে দিয়েছে৷ আজ যদি আমাদের উপর পুলিশ হামলা করে আমি বিষ পান করবো৷ কেউ ঠেকাতে পারবে না৷ 

এসময় তিনি বিষের বোতল হাতে নিয়ে একথা বলেন৷ এসময় আরও কয়েকজন আন্দোলনকারীকে বিষের বোতল হাতে দেখা গেছে৷  নীলক্ষেত মোড় অবরোধের ফলে আশেপাশের এলাকার যানচলাচল বন্ধ রয়েছে৷ সড়কে যানজট দেখা দিয়েছে৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷

অপরদিকে আগামীকালের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নীলক্ষেত মোড়ের অবরোধ ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬:৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা নীলক্ষেত মোড়ে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। এসময় তাদের দ্রুত এই স্থান ত্যাগ করার জন্য বলেন তারা। 

তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থেকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।