৯ বিভাগে ২৬ শিক্ষক নেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সম্প্রতি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। বেসরকারি এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ৪ পদে মোট ২৬ জন শিক্ষক নিবে। আগ্রহী প্রার্থীদের ২৮ অক্টোবর ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে।
১. পদের নাম: অধ্যাপক
বিভাগ: বিজনেস এডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং একটি পিএইচডি সহ প্রথম শ্রেণীর M.B.A. থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ডিগ্রী। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই সিজিপিএ 3.00 বা প্রথম শ্রেণীর B.Sc থাকতে হবে। ইঞ্জি. বিষয়ে একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী. অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকেিএ বিষয়ে সমতুল্য ডিগ্রী। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিভাগ: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই সিজিপিএ 3.00 বা প্রথম শ্রেণীর B.Sc থাকতে হবে। ইঞ্জি. বিষয়ে একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী. অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকেিএ বিষয়ে সমতুল্য ডিগ্রী। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিভাগ: ইংরেজি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং পিএইচডি সহ প্রথম শ্রেণীর মাস্টার্স থাকতে হবে। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিভাগ: আইন ও মানবাধিকার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং পিএইচডি সহ এ বিষয়ে প্রথম শ্রেণীর এলএলএম/সমমানের ডিগ্রি থাকতে হবে। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিভাগ: ফার্মেসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই সিজিপিএ 3.00 বা প্রথম শ্রেণীর বি. ফার্ম এবং এম. ফার্মে ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে পিএইচ.ডি. ডিগ্রি থাকতে হবে। সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই সূচীযুক্ত) সহযোগী অধ্যাপক হিসাবে কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: ১১ বছরের শিক্ষকতা বা ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: বিজনেস এডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং একটি Ph.D সহ প্রথম শ্রেণীর M.B.A. থাকতে হবে। পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইনডেক্সড) সহকারী অধ্যাপক হিসাবে সমস্ত প্রার্থীর কমপক্ষে 5টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী এবং ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা।
বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B.Sc থাকতে হবে। ইঞ্জি. প্রাসঙ্গিক শৃঙ্খলা এবং একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী। পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইনডেক্সড) সহকারী অধ্যাপক হিসাবে সমস্ত প্রার্থীর কমপক্ষে 5টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী এবং ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা।
বিভাগ: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B.Sc থাকতে হবে। ইঞ্জি. প্রাসঙ্গিক শৃঙ্খলা এবং একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী। পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইনডেক্সড) সহকারী অধ্যাপক হিসাবে সমস্ত প্রার্থীর কমপক্ষে 5টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী এবং ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা।
বিভাগ: ইংরেজি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং পিএইচডি সহ প্রথম শ্রেণীর মাস্টার্স থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ডিগ্রি। পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইনডেক্সড) সহকারী অধ্যাপক হিসাবে সমস্ত প্রার্থীর কমপক্ষে 5টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
অভিজ্ঞতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী এবং ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা।
বিভাগ: ফার্মেসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই CGPA-3.00 বা প্রথম শ্রেণীর বি. ফার্ম থাকতে হবে। এম. ফার্ম এবং এম. ফিল সহ। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী এবং ৮ বছরের শিক্ষকতা বা ১১ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা। বা প্রার্থীর অবশ্যই CGPA-3.00 বা প্রথম শ্রেণীর বি. ফার্ম থাকতে হবে। এম ফার্মে ডিগ্রি। ডিগ্রী এবং একটি পিএইচ.ডি. একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৭ বছরের শিক্ষকতা বা ৯ বছরের চাকরির অভিজ্ঞতা, উভয় ক্ষেত্রেই সহকারী অধ্যাপক পদে কমপক্ষে ৫ বছরের সক্রিয় শিক্ষকতা।
পিয়ার রিভিউড জার্নালে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইনডেক্সড) সহকারী অধ্যাপক হিসাবে সমস্ত প্রার্থীর কমপক্ষে ৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে তিনটির প্রথম লেখক হতে হবে।
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: আর্কিটেকচার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B. Arch থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী এবং ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা ৫ বছরের পেশাদার অভিজ্ঞতা বা কমপক্ষে ১ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতার সাথে উভয়ের সংমিশ্রণ। বা CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B. Arch থাকতে হবে। ডিগ্রী বা সমমানের ডিগ্রী এবং একটি এম. আর্চ। অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় সমতুল্য ডিগ্রী এবং ২ বছরের চাকরির অভিজ্ঞতা যার মধ্যে কমপক্ষে ১ বছর সক্রিয় শিক্ষকতা। বা CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B. Arch থাকতে হবে। প্রাসঙ্গিক শৃঙ্খলা এবং একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী. বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় সমমানের ডিগ্রি।
সমস্ত প্রার্থীদের পিয়ার রিভিউ জার্নালে কমপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।
বিভাগ: বিজনেস এডমিনিস্ট্রেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম CGPA 3.00 এবং একটি Ph.D সহ প্রথম শ্রেণীর M.B.A. থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিগ্রি।
সমস্ত প্রার্থীদের পিয়ার রিভিউড জার্নালে কমপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।
বিভাগ: সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই সিজিপিএ-৩.৫ বা প্রথম শ্রেণির বিএসসি থাকতে হবে। ইঞ্জি. একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী এবং 3 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা 6 বছরের পেশাদার অভিজ্ঞতা বা ন্যূনতম 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার সাথে উভয়ের সংমিশ্রণ। বা প্রার্থীকে অবশ্যই সিজিপিএ-৩.৫ বা প্রথম শ্রেণির বিএসসি থাকতে হবে। ইঞ্জি. ডিগ্রী বা সমমানের ডিগ্রী এবং একটি MS./M.Sc। ইঞ্জি. অথবা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় সমতুল্য ডিগ্রী এবং 3 বছরের চাকরির অভিজ্ঞতা যার মধ্যে 1 বছরের শিক্ষকতা। বা প্রার্থীর ন্যূনতম CGPA-3.00/প্রথম শ্রেণী B.Sc থাকতে হবে। ইঞ্জি. প্রাসঙ্গিক শৃঙ্খলা এবং একটি পিএইচডি ডিগ্রী বা সমতুল্য ডিগ্রী. বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় সমমানের ডিগ্রি।
সমস্ত প্রার্থীদের অবশ্যই পিয়ার রিভিউড জার্নালে প্রথম লেখক হিসাবে কমপক্ষে 1টি প্রকাশনা থাকতে হবে (স্কোপাস এবং/অথবা আইএসআই ইন্ডেক্সড)।
বিভাগ: আইন ও মানবাধিকার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীতে ন্যূনতম সিজিপিএ 3.00 সহ প্রথম শ্রেণীর এলএলএম/সমমানের ডিগ্রি এবং ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা 5 বছরের পেশাদার অভিজ্ঞতা বা কমপক্ষে উভয়ের সংমিশ্রণ থাকতে হবে। ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বা প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ 3.00 এবং পিএইচডি সহ প্রাসঙ্গিক বিষয়ে প্রথম শ্রেণীর এলএলএম/সমমানের ডিগ্রি থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিগ্রি।
সমস্ত প্রার্থীদের পিয়ার রিভিউড জার্নালে কমপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।
বিভাগ: ফার্মেসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই CGPA-3.5 বা প্রথম শ্রেণির B. ফার্ম থাকতে হবে। এম ফার্মের সাথে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ডিগ্রী এবং ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা ৪ বছরের চাকরির অভিজ্ঞতা যার মধ্যে ২ বছর শিক্ষকতায় থাকতে হবে। বা প্রার্থীর সিজিপিএ-৩.৫ বা বি ফার্মে প্রথম শ্রেণি থাকতে হবে। এম ফার্মের সাথে। ডিগ্রি এবং এম.ফিল। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ডিগ্রী প্লাস ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বা সক্রিয় শিক্ষকতায় ১ বছর সহ ৩ বছরের চাকরির অভিজ্ঞতা; বা প্রার্থীর অবশ্যই CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B. ফার্ম থাকতে হবে। এম ফার্মের সাথে। ডিগ্রী এবং একটি পিএইচ.ডি. একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি।
সমস্ত প্রার্থীদের পিয়ার রিভিউড জার্নালে কমপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।
৪. পদের নাম: প্রভাষক
বিভাগ: আর্কিটেকচার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই CGPA-3.00 বা প্রথম শ্রেণীর B. Arch থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিগ্রী বা সমমানের ডিগ্রি।
বিভাগ: সাধারণ বিজ্ঞান এবং মানবিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিতে CGPA-3.5 বা প্রথম শ্রেণি থাকতে হবে।
বিভাগ: ব্যবসা প্রশাসন
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর স্নাতক এবং স্নাতকোত্তর/এমবিএ উভয় ক্ষেত্রেই ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে M.B.A এর সাথে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বিভাগ: ইংরেজি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী বা প্রথম শ্রেণী উভয় ক্ষেত্রেই ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে।
বিভাগ: আইন ও মানবাধিকার
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর LLB/সমমান ডিগ্রী এবং LLM/ সমমানের ডিগ্রী বা প্রথম শ্রেণী উভয় ক্ষেত্রেই ন্যূনতম CGPA 3.00 থাকতে হবে এবং একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে LLB/সমমান ডিগ্রী এবং LLM/ সমমানের ডিগ্রী।
বিভাগ: ফার্মেসি
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রার্থীর অবশ্যই CGPA-3.5 বা প্রথম শ্রেণির B. ফার্ম থাকতে হবে। এম ফার্মের সাথে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৩।