১৯ অক্টোবর ২০২৩, ১৮:০১

শিক্ষক নেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

সম্প্রতি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ প্রভাষক পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্থায়ী দুটি পদে নিয়োগ দেবে রাবি।

পদের নাম : প্রভাষক
পদ সংখ্যা: ০২ (দুই)টি স্থায়ী পদ ।
বেতনক্রম : ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯) ও প্রচলিত ভাতাদি।
 
শিক্ষাগত যেগ্যতা:
গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে আবেদনকারী প্রার্থীর গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) (বি.এফ.এ.,সম্মান) ও স্নাতকোত্তর/মাস্টার্স (এম.এফ.এ.) ডিগ্রী থাকতে হবে। আগামী ১৪ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে আবেদন জমা দিতে হবে।
 
স্নাতক/স্নাতক (সম্মান) (বি.এফ. এ. সম্মান) ও স্নাতকোত্তর/মাস্টার্স (এম.এফ.এ.) উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক/স্নাতক (সম্মান) (বি.এফ.এ.,সম্মান) ও স্নাতকোত্তর/ মাস্টার্স (এম.এফ.এ.) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
 
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ১০ (৫.০০+৫.০০) এর মধ্যে ৮.০০ থাকতে হবে। তবে কোনোটিতে জিপিএ ৩.৫০ এর কম থাকা যাবে না।
 
স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর/মাস্টার্স উভয় পরীক্ষার ফলাফলে মেধাতালিকায় কেবল প্রথম হতে সপ্তম স্থান অধিকারী প্রার্থী আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর/মাস্টার্স পর্যায়ে থিসিস গ্রুপ থেকে উত্তীর্ণ আবেদনকারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।
 
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, আবেদন ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে। অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ০৯ সেট দরখাস্ত ১৪ নভেম্বর বিকাল ৪.০০ টার মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
 
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন