১৮ আগস্ট ২০২৩, ১৩:১০

শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে চুয়েট, শূণ্যপদ ২৭

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ দেবে। ২৭ টি শূণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

 ১। অধ্যাপক: তড়িৎ ও ইলেকঃ কৌশল বিভাগ-১টি পদ।
      বেতন স্কেল: ৫৬৫00-৭৪৪০০/-
      বয়স: সর্বোচ্চ ৫২ বছর।

২। ক) উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন সত্তর)-১টি পদ
     খ) উপ-পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-১টি পদ ।
        বেতন স্কেল: ৪৩০০০-৮৫০/-
         বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৩। সহকারী অধ্যাপক : মেকট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি পদ।
     বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/-
      বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

৪। ক) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক-১টি পদ।
     খ) সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)-১টি পদ
         বেতন স্কেলঃ ২৯০০০-২৩৪১০/-
         বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

৫। প্রভাষক : তড়িৎ ও ইলেকঃ কৌশল বিভাগ-৩টি পদ।
      বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
      বয়স: ১৮-৩০ বছর।

৬। টেকনিক্যাল অফিসার (পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ)-১ টি পদ
      বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/-
     (অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)

৭। ক) সহকারী টেকনিক্যাল অফিসার (মেশিন শপ)-১টি পদ
      খ) সহকারী টেকনিক্যাল অফিসার (পানিসম্পদ কৌশল বিভাগ)-১টি পদ
      গ) জুনিয়র লাইব্রেরীয়ান-১টি পদ

৮। হিসাবরক্ষক -১টি পদ ।
     বেতন স্কেলঃ ১১০০০-27000/-

৯। টেকনিশিয়ান : তড়িৎ ও ইলেকঃ কৌশল বিভাগ-১টি পদ।
      বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০/-

১০। ড্রাইভার (ভারী)-১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে)।
      বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/-

১১। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২টি পদ। 
      বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- 
      (অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে)

১২। ক) ড্রাইভার (হালকা)-১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে) 
        খ) হিসাব সহকারী-২টি পদ
        গ) ইলেকট্রিশিয়ান-১টি পদ ।
        বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-

১৩। ক) ফিল্ড ওয়াকার/হেলপার (শারীরিক শিক্ষা শাখা)-১টি পদ
      খ) জিমনেশিয়াম হেলপার (শারীরিক শিক্ষা শাখা)-১টি পদ। 
      গ) ডাইনিং বয় (ছাত্রী হলের জন্য মহিলা)-৩টি পদ।
       বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/-

আবেদ প্রক্রিয়া নিয়মাবলী:
ক) ১-৭নং পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে ।

খ) ৮-১৩নং পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্তাবলী ওয়েব সাইট www.cuet.ac.bd থেকে সংগ্রহ করা যাবে।

গ) ১-৭ নং পদের জন্য ৫০০/- টাকার এবং ৮-১৩নং পদের জন্য ৩০০/-টাকার সোনালী ব্যাংক লিঃ এর ব্যাংক ডাক্ট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিঃ, সি.ইউ.ই.টি. শাখা, চট্টগ্রাম-এর অনুকূলে রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম”-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

ঘ) ১নং পদের আবেদনকারীর ১০ (দশ) সেট দরখাস্ত, ২-৭নং পদের জন্য ৭ (সাত) সেট দরখাস্ত এবং ৮-১৩নং পদের আবেদনকারীর ০২ (দুই) সেট দরখাস্ত আগামী ০৩/০৯/২০১৩ খ্রিঃ তারিখের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে ।

ঙ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়
চ) শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিল যোগ্য ।

ছ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) বয়সের ঊর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর।