জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেবে একাধিক কর্মকর্তা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে সাত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট।
১. পদের নাম: রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা
২. পদের নাম: কম্পট্রোলার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৩. পদের নাম: চিফ মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৪. পদের নাম: প্রধান প্রকৌশলী
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৫. পদের নাম: পরিচালক (জনসংযোগ)
বিভাগ: জনসংযোগ অফিস
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
আরও পড়ুন: ১৬ পদে শিক্ষক নিচ্ছে উদয়ন স্কুল
৬. পদের নাম: পরিচালক (শারীরিক শিক্ষা)
বিভাগ: শারীরিক শিক্ষা অফিস
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৭. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন অফিস
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের কার্যালয় থেকে চাকরির নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রার বরাবর ৬ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজের নাম, ঠিকানা লিখিত ১০ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের খাম পাঠিয়ে আবেদন ফরম (অফিস বন্ধের দিন ব্যতীত অন্যান্য দিন অফিস চলাকালীন) সংগ্রহ করা যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে। এ ফরম পূরণ করে ১০ কপি দরখাস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি ও প্রতি সেটের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। এ আবেদনপত্রের হার্ড কপি ও সফট কপি সরাসরি ও রেজিস্ট্রারের registrar@juniv.edu এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন ফি
রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিয়ে ওই জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
বিস্তোরিত বিজ্ঞপ্তিতে