০৬ আগস্ট ২০২৩, ১০:৫০

১২ পদে ৫৯ জনকে নিয়োগ দেবে বিএসটিআই

১২ পদে ৫৯ জনকে নিয়োগ দেবে বিএসটিআই  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই)। প্রতিষ্ঠানটিতে ১২টি পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

১.পদের নাম: সমন্বয় কর্মকর্তা প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

২.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন রসায়ন পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৩.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ফুড এন্ড ব্যাকটেরলজি রসায়ন পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৫
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৪.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল, পদার্থ পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৪
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৫.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৬.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৭.পদের নাম: পরীক্ষক (মান) পাট ও বস্ত্র মান উইং
পদ সংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৮.পদের নাম: পরীক্ষক ( মেট্রোলজি, ভৌত) মেট্রোলজি উই
পদ সংখ্যা: ০৮
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

৯.পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মেট্রোলজি উই
পদ সংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

আরও পড়ুন: বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট' নিয়োগ, আবেদন শেষ ২৯ আগস্ট

১০.পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি) মেট্রোলজি উইং
পদ সংখ্যা: ২২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা

১১.পদের নাম: পরিসংখ্যানবিদ প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা

১২.পদের নাম: পরীক্ষক প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা bsti.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন শুরু: ০৭ আগস্ট হতে ২০২৩ ০৫ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে