আন্দোলনকারীদের আইনী সহায়তা দেয়ার ঘোষণা
সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারীদের আইনী সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের ২০ আইনজীবী। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’রিপোর্টার্স ফোরামের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয়েছে, সেটি কোনো মতেই উচিত হয়নি। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উচিত ছিল ফৌজদারী ব্যবস্থা নেওয়া। কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি।
তিনি বলেন, আজকেও সংবাদপত্রে দেখলাম মেয়েদেরকে আহত করা হয়েছে, সেটি খুবই ন্যাক্কারজনক। আমাদের কাছে আন্দোলনকারী অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে যোগাযোগ করছে। আমরা তাদেরকে আইনি সহায়তা দেব। এ জন্য সকালে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সঙ্গে অনেকেই এ বিষয়ে যোগাযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে হাসনাত কাইয়ুম, আইনুন্নাহার সিদ্দিকাসহ বেশ কয়েকজন সুপ্রিম কোর্টের আইনজীবী উপস্থিত ছিলেন।