৩০ মে ২০২৩, ০৯:১৪

প্রো-ভিসি নিয়োগে শিক্ষক খুঁজছে নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিষ্ঠানটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর নীতিমালা অনুযায়ী চার বছরের জন্য প্রো-ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহীদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

যোগ্যতা:

• কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী বা সমমানের ডিগ্রীসহ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি থাকতে হবে।

• বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ১০ (দশ) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সহ একাডেমিক, প্রশাসনিক এবং গবেষণার ক্ষেত্রে ক্রমবর্ধমান দায়িত্ব পালনে কমপক্ষে ১৫ (পনের) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

• একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ডিনের নেতৃত্বসহ সিনিয়র প্রশাসনিক পদে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে।

• একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

• সফল প্রার্থীর গুরুত্বপূর্ণ ব্যবস্থাপক অভিজ্ঞতা, শক্তিশালী আন্তঃব্যক্তিক দক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যগুলো বাস্তবে প্রণয়ন ও বাস্তবায়িত করতে নেতৃত্বের যোগ্যতা প্রদর্শন করতে হবে।

দায়িত্ব এবং কর্তব্য: এনএসইউ-এর শিক্ষাদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনার সামগ্রিক দায়িত্ব উচ্চ মানসহ পরিচালনা করতে হবে।

বেতন এবং সুবিধা: একাডেমিক যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন প্যাকেজ দেয়া হবে। 

আবেদন যেভাবে: আগ্রহীদের সাম্প্রতিক তোলা ছবি সহ জীবনবৃত্তান্ত rinku.kamal@northsouth.edu-এই ইমেইলে পাঠিয়ে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের একটি হার্ড কপি, জীবনবৃত্তান্ত এবং সাম্প্রতিক তোলা ছবি নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে পারবেন।

ঠিকানা: উপসচিব, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড, প্লট# 15, ব্লক# বি, বসুন্ধরা, ঢাকা-1229

আবেদনের শেষ সময়: ২০ জুন, ২০২৩