০৫ মে ২০২৩, ১৫:২৯

৬১ জনকে চাকরি দেবে স্থলবন্দর কর্তৃপক্ষ, আবেদন শেষ রবিবার

স্থলবন্দর কর্তৃপক্ষ  © ফাইল ফটো

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে ১৩ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী রবিবারের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী পরিচালক (ট্রাফিক)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: অডিট অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্যে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি পাসসহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৭. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৮. পদের নাম: ট্রাফিক পরিদর্শক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৯. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

১০. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

১১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

১২. পদের নাম: ওয়্যারহাউস/ইয়ার্ড সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
সব পদের জন্য প্রার্থীর বয়স ২০২৩ সালের ৭ মে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া vas.query@teletalk.com.bd ও directoradmin@bsbk.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৭ থেকে ১০ নম্বর পদের ৩০০ টাকা; ১১ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৭ মে ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।