একাধিক পদে কর্মী নেবে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
সম্প্রতি নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ লালমনিরহাট। প্রতিষ্ঠানটি তাদের একাধিক বিভাগে শিক্ষক প্রভাষকসহ অন্যান্য কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন চলবে ১৮ মে পর্যন্ত।
১। পদের নাম: প্রভাষক-০৪ জন (ইংরেজি-০১, রসায়ন-০২ ও গণিত-০১)
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-
২। প্রদর্শন শিক্ষক-০২ জন (রসায়ন-০১ ও পদার্থ বিজ্ঞান-০১)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
৩। সহকারী শিক্ষক-০৩ জন (বাংলা-০১ ও ইংরেজি- ০২)
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
৪। সহকারী শিক্ষক (জুনিয়র সেকশন)-১০ জন (বাংলা-০১, ইংরেজি- ০২, বিজ্ঞান- ০২, ইসলাম ধর্ম-০৩ `ও সাধারণ-০২)
বেতন স্কেল: ১২,৫০০-৩०.२७0/-
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির অনার্সসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/সমমানের সিজিপিএ প্রাপ্ত এবং সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে। বি.এড সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
৫। ইমাম-০১ জন (চুক্তিভিত্তিক)
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান এবং সকল পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে । কামিল ২য় শ্রেণি/বিভাগসহ সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে। তবে হাফেজ/অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৬। পরিচ্ছন্নতাকর্মী-০১ জন
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যোগ্যতা: ৮ম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন যেভাবে: প্রতিষ্ঠানের ওয়েবসাইট হতে (www.cpscl.edu.bd) Online Recruitment এর মাধ্যমে অথবা ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০২৩
আবেদন ফি: ১নং পদের জন্য ১,০০০/-, ২ ও ৩নং পদের জন্য ৮০০/-, ৪নং পদের জন্য ৬০০/-, ৫ ও ৬নং পদের জন্য ৫০০/- টাকা।