৯ম গ্রেডে প্রভাষক, সহকারী অধ্যাপক নেবে নোবিপ্রবি
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি স্থায়ী ও শূন্য পদে ৩ বিভাগে কর্মী নেবে। আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১০ এপ্রিল পর্যন্ত।
১. মুক্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
* সহকারী অধ্যাপক- ০১ টি (স্থায়ী পদ) (গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০)
* প্রভাষক- ০২টি (স্থায়ী পদ) (গ্রেড-গুম, বেতন স্কেল- ২২,০০০-৫৩,০৬০)
নোট: সহকারী অধ্যাপক পদে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদের বিপরীতে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
২. রসায়ণ বিভাগ
* সহকারী অধ্যাপক- ০১ টি (স্থায়ী পদ) (মেড-৬ষ্ঠ, বেতন স্কেল -৩৫,৫০০-৬৭,০১০)
* প্রভাষক- ০২টি (স্থায়ী পদ) (গ্রেড-১ম, বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০)
নোট: সহকারী অধ্যাপক পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদের বিপরীতে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
৩. পদার্থবিদ্যা বিভাগ
* সহকারী অধ্যাপক- ০১ টি (স্থায়ী পদ) (গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল- ৩৫,৫০০-৬৭,০১০)
* প্রভাষক- ০২টি (স্থায়ী পদ) (বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০)
নোট: সহকারী অধ্যাপক পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদের বিপরীতে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রিপ্রাপ্ত হইতে হইবে অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষামান থাকাকালীন সময়ে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। ১০ এপ্রিল ২০২৩ তারিখে (অফিস সময়ের মধ্যে) নিম্নস্বাক্ষরকারী বরাবর সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে ১০ সেট আবেদন (বায়োডাটা, সার্টিফিকেট, মার্কশিট, প্রত্যেক সেটের সাথে পাসপোর্ট সাইজ ০২ (দুই) কপি ছবি এবং যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ) জমা দিতে হবে।
আবেদন ফি: সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে আবেদনকারীদেরকে ৮০০.০০ (আটশত) টাকা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয় হিসাব নম্বর- ০২০০০০৫৩২৬৫৮৪, আনা ব্যাংক লিমিটেড, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এর বিপরীতে অনলাইনে জমা প্রদান পূর্বক মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করে রশিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে