২১ মার্চ ২০২৩, ১৪:০৭

১০ জনকে চাকরি দেবে বাকৃবি

বাকৃবি  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৭ ক্যাটাগরির পদে ১০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।

পদের নাম ও বেতন: মেডিক্যাল অফিসার (পুরুষ)- ২২,০০০-৫৩,০৬০ টাকা

মেডিক্যাল অফিসার (মহিলা)- ২২,০০০-৫৩,০৬০ টাকা

সেকশন অফিসার- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

শাখা কর্মকর্তা- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

ট্যাক্সিডার্মিস্ট- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

ফিল্ড সুপারভাইজার- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

ফ্যাবল্যাব ম্যানেজার- ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :

১। মেডিক্যাল অফিসার (পুরুষ) ও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস. ডিগ্রীধারী হতে হবে।

২। মেডিক্যাল অফিসার (মহিলা) : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম.বি.বি.এস. ডিগ্রীধারী হতে হবে।।

৩। সেকশন অফিসার : সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারা/অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রীধারী অথবা সিনিয়র এসিসট্যান্ট/সমমানের পদে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৫(পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীর অধিকারী হতে হবে। বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতাকাল শিথিল করা যেতে পারে এবং সমঅভিজ্ঞতাসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।

8। শাখা কর্মকর্তা : সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রীধারী/অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রীধারী অথবা সিনিয়র এসিসট্যান্ট/সমমানের পদে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৫ (পাঁচ) বৎসরের চাকুরির অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীর অধিকারী হতে হবে। বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতাকাল শিথিল করা থেকে পারে এবং সমঅভিজ্ঞতাসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।

৫। ট্যাক্সিডামিস্ট:  ল্যাবরেটরী যন্ত্রপাতি, কেমিক্যাল, স্পেসিমেন ইত্যাদি সংরক্ষণসহ গবেষণা কাজে উচ্চ শিক্ষার্থীদের সার্বিক সাহায্য দানে ৪ (চার) বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রীধারী হতে হবে। যে কোন ধরণের গবেষণা কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

৬। ফিল্ড সুপারভাইজার ঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক/সমমান ডিগ্রীধারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে অন্যূন ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে।

৭। ফ্যাবল্যাব ম্যানেজার: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক/সমমান ডিগ্রীধারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে অন্যূন ২য় বিভাগ/শ্রেণী থাকাতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রীধারীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

প্রয়োজনীয় নথি: প্রার্থীকে আবেদনপত্রের সাথে (ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র (খ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (গ) সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র (ঘ) ১ম শ্রেণীর গেজেডেটা কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি ছবি সংযুক্ত করতে হবে।

চাকরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অভিজ্ঞতা বলতে সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে বুঝাবে। * প্রার্থীত পদের নাম খামের উপর উল্লেখ করতে হবে।

বযসসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর। তবে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে উপরোল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ ব্যয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 

আবেদন ফি: ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর অনুকূলে ৫০০/- টাকা (পাঁচশত) মাত্র (অফেরতযোগ্য) মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে। উক্ত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ময়মনসিংহ শহরে অবস্থিত যে কোন তফসিলি ব্যাংকে নগদায়নযোগ্য হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের সরাসরি  অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৩