সহযোগী অধ্যাপক নেবে ঢাবির প্রাচ্যকলা বিভাগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি তাদের প্রাচ্যকলা বিভাগে সহযোগী অধ্যাপক পদের লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদরে নাম: সহযোগী অধ্যাপক (প্রাচ্যকলা বিভাগ)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০
যোগ্যতা: প্রার্থীদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তাদের পিএইচডি/ ডক্টরেট অথবা সমমানের ডিগ্রি থাকা বাঞ্ছনীয়। বিশ্ববিদ্যালয় অথবা কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে ন্যূনতম (সাত) বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।। স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠারে তাদের প্রকাশিত মৌলিক গবেষণা কাজ থাকতে হবে। পাশাপাশি শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও কর্মক্ষমতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে আইআরটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করবে যোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার বরাবর পাঠাতে হবে
প্রয়োজনীয় নথি: সার্টিফিকেটের সত্যায়িত কপি, প্রশংসাপত্র, মার্ক-শীট, পে অর্ডার/ব্যাঙ্ক রিসিট, অভিজ্ঞতার প্রমাণসহ আবেদনের এগারোটি কপি জমা দিতে হবে।
আবেদন ফি: ১,০০০/- টাকা
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৩