৯ ক্যাটাগরির পদে ১২ জন নিয়োগ দেবে ইউজিসি
সম্প্রতি একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিষ্ঠানটিতে ৯ ক্যাটাগরির পদে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সিএ বা সিএমএ ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অর্থ ও হিসাবসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা
২. পদের নাম: পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা, প্রশাসন, গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা
৩. পদের নাম: পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা, প্রশাসন, গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত পরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের তৃতীয় গ্রেড) ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর
বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা
৪. পদের নাম: অতিরিক্ত পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। সরকারি, আধা
অভিজ্ঞতা: সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শিক্ষা, প্রশাসন, গবেষণা বা পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অতিরিক্ত উপপরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড) ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা
৫. পদের নাম: অতিরিক্ত পরিচালক/ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস অথবা ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। ওরাকল, লিনাক্স, সিসকো বা মাইক্রোসফটে সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আইসিটি–সংক্রান্ত কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে আইটি ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেড) ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিধিবিধান সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৬. পদের নাম: অতিরিক্ত পরিচালক (কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড রাইট টু ইনফরমেশন)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেস্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে প্রথম শ্রেণির কর্মকর্তা (জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড ও তদূর্ধ্ব) পদে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে উপপরিচালক বা সমমান পদে (জাতীয় বেতন স্কেলের ৫ম গ্রেড) ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতাসহ সরকারি বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪৮ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
৭. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
৮. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, শ্রেণি বা সমমান গ্রেড থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৯. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
অভিজ্ঞতা: ন্যূনতম দুই বছর গাড়ি চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত হালকা যান চালনার লাইসেন্সধারী হতে হবে। ভারী লাইসেন্সধারীদের উচ্চতর স্কেল প্রদান করা যেতে পারে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়সসীমা: প্রার্থীদের বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে ৭ থেকে ৯ নম্বর পদে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে তথ্য বা জীবনবৃত্তান্ত পূরণ করে পৃথক আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথি: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি; সব পরীক্ষা পাসের সনদ বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি; অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি; নিজ জেলার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদের সত্যায়িত ফটোকপি এবং বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রি সমমান নির্ধারণীপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানা: সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের জন্য ১,০০০/- টাকা; ৭ নং পদের জন্য ৮০০/- টাকা; ৮ নং পদে জন্য ৬০০/- টাকা এবং ৯ নং পদের জন্য ৫০০/- টাকা
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৩।